ঠাকুরগাঁওয়ে আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সভাপতি মহাদেব সাধারণ সম্পাদক আনছারুল
- আপডেট টাইম : ০৩:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৫৯ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সহকারী এ্যাডভোকেট ক্লার্ক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শ্রী মহাদেব চন্দ্র বর্মন সভাপতি এবং আনছারুল হক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
বুধবার ঠাকুরগাঁও জজ কোর্ট চত্তরে সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সমিতির ১৯৬ জন ভোটারের অংশ গ্রহণে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে সন্ধ্যায় নির্বাচন কমিশনার মিজানুর রহমান এবং প্রধান নির্বাচন কমিশনার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে মোট ৩টি পদে প্রতিদ্বন্দীতা হয়। বাকি পদ গুলোতে কোন প্রতিদ্বন্দী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচনে ১২৬ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন শ্রী মহাদেব চন্দ্র বর্মন, ১০৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে আনছারুল হক, এবং ১২১ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন দুলাল হোসেন। বিনা প্রতিদ্বন্দীতায় জয়ীরা হলেন সহ সভপাতি হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বিপুল, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সদস্য ইউসুফ আলী, শচীন চন্দ্র রায়, রতন বর্মণ, সুমন হক আমানুল্লাহ।