ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৪০
- আপডেট টাইম : ০৫:৩২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৩৯ ৫০০০.০ বার পাঠক
বালবেকের আল-আইন শহরে গতকাল হামলা চালিয়েছে ইসরায়েল
লেবাননের পূর্বাঞ্চলে বুধবার (৬ নভেম্বর) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর বিবিসির।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বেকা উপত্যকা ও বালবেকে ইসরায়েলি শত্রুদের সিরিজ হামলায় ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৩ জন।
বার্তা সংস্থা এএফপি’র একজন করেসপন্ডেন্ট বালবেক থেকে জানিয়েছে, তিনি ধ্বংসস্তূপ থেকে আটকেপড়াদের উদ্ধারের কার্যক্রম দেখেছেন।
লেবাননের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে।
এদিকে ইসরায়েলি একজন কর্মকর্তা বলেছেন, বালবেক ও বেকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লেবাননের কালচারমন্ত্রী বলেছেন, হামলায় বালবেকে অটোমান আমলের একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া গতকাল বুধববার লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পক্ষ থেকে সরে যাওয়ার সতর্ক বার্তা দিয়েছিল।
ইসরায়েলি দাবি করেছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার এবং আলাদা স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে গতকালই বহুল প্রত্যাশিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানা গেছে। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় পেয়েছেন।
এরপর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! আপনার ঐতিহাসিক হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল ও আমেরিকার মহৎ অংশীদারিত্বের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।
তিনি আরও বলেছেন, এটি একটি বিশাল বিজয়। এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন। পৃথিবীর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়!