নর্থ ক্যারোলিনার সুইং স্টেটে ট্রাম্পের জয়জয়কার
- আপডেট টাইম : ০৭:০৮:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ১১ ৫০০০.০ বার পাঠক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। এই সুইং স্টেটগুলোতে ইলেক্টোরাল ভোট রয়েছে ৯৩টি। যেখানে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ইলেক্টোরাল ভোট রয়েছে নর্থ ক্যারোলিনায়। আর এই রাজ্যে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এখানে রয়েছে ১৬ ইলেক্টোরাল ভোট।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের জয় ২০২০ সালের নির্বাচনে তার সাফল্যের প্রতিফলন। এই রাজ্যের শহুরে-গ্রামীণ এলাকায় এবং রক্ষণশীল ভোটারদের মধ্যে দৃঢ় সমর্থন পেয়েছেন তিনি।
নর্থ ক্যারোলিনা সাম্প্রতিক নির্বাচনে সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে একটি। এখানে ট্রাম্পের বারংবার জয় ইঙ্গিত দেয় যে, তার প্রচারণা সফলভাবে মূল ভোটারদের দারুণভাবে একত্রিত করেছে এবং শক্তিশালী একতা দেখিয়েছে।
এছাড়া নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের বিজয়কে বৃহত্তর জাতীয় সফরল হিসেবেও দেখা যেতে পারে। বিশেষ করে শহর এলাকার বাইরে ভোটারদের কাছে ট্রাম্পের গুরুত্ব বোঝা যাচ্ছে এর মধ্য দিয়ে। উত্তর ক্যারোলিনার রাজ্যের স্থানীয় নির্বাচনের ফলাফল মার্কিন জাতীয় রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস কর্তৃক প্রকাশিত সবশেষ ফলাফল অনুযায়ী, ২৭০ ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের (২১০*) চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (২৩০*)।