ফুলবাড়ীতে নব মুসলিম পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
- আপডেট টাইম : ০৬:৪৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৪৯ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ীতে এক নব মুসলিম বোনের বিবাহ উপলক্ষে নৃত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ এর অর্থায়নে মুত্তাকী করলাম ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
১ নভেম্বর বিকেল ৪ টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাব কার্যালয়ে নব মুসলিম সুফিয়া বেগম ও তার স্বামী বেলাল হোসেনের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
মহতী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ডাঃ সোলায়মান মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজসেবক,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক,ফুলবাড়ী পৌর হাট ইজারাদার ও ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, সহ-সভাপতি মোশারফ হোসেন,
মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এস এম নাজিব,
ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোয়ালিটি বাংলা টিভির প্রতিনিধি আল আমিন বিন আমজাদ,কোয়ালিটি বাংলা টিভির ক্যামেরা পার্সন সামিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মানিক মন্ডল বলেন,নিঃসন্দেহে এটি মহৎ উদ্যোগ,একটি মহৎ কাজ,
এমন মহৎ কাজে উপস্থিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।আমাদের সকলের উচিত নব মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো ও তাদেরকে সহযোগিতা করা।
নওমুসলিম ওই পরিবারকে থালা-বাসন,হাড়ি-পাতিল,জগ গামলা,বালতি,
লেপতোশক,বালিশসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামাদি উপহার হিসেবে দেয়া হয়।