গ্রেফতার নাসিরনগর উপজেলা আ.লীগ সভাপতি অসীম পাল
- আপডেট টাইম : ০৩:৪৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৯৪ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার (২৮) অক্টোবর) নাসিরনগর উপজেলাের ফান্দাউক নিজ বাড়ি থেকে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসীম পালকে গ্রেফতার করেছে।
অসীম পালের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে, ওই মামলায় তিনি নয় নম্বর আসামী।
অসীম পাল নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং ফান্দাউক পালাপাড়া’র মৃত প্রমোদ রঞ্জন পালের ছেলে।বিস্ফোরক মামলায় অভিযুক্ত হওয়ার পরও তিনি প্রকাশ্যে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।অন্যদিকে ওই মামলায় অজ্ঞাত ও স্বন্দেহভাজনদের সমানতালে গ্রেফতার করে যাচ্ছে পুলিশ।তবে এবার ডিবি কতৃর্ক অসীম পাল গ্রেফতার হওয়ার বিষয়টি নাসিরনগরের রাজনীতির মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে ।
সোমবার মধ্যরাতে গ্রেফতারের পর অসীম পালকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।