মোংলায় চাঁদা না দেওয়ায় মারধর, আহত ২ জন
- আপডেট টাইম : ০১:৪২:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১৩ ৫০০০.০ বার পাঠক
মোংলায় একটি পরিবারের কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলো দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা শুক্রবার ২৪ অক্টোবর (২০২৪) সন্ধ্যা ৬:৩০ মিনিটের সময় মকফুর শেখের ছেলে ইমরান শেখকে মারধর করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। মোংলা থানায় মোঃ ইমরান শেখের দায়ের করা একটি এজাহারের মাধ্যমে জানা যায়, বিবাদী ১, মো: কাইয়ুম (৪৫), ২, মো: গফ্ফার(৫৫) উভয় পিতা :সোহরাব হাওলাদার। ৩, নাহিদ (৩৫) পিতা : নুরু চৌধুরী, ৪, সুজন (৩৫) পিতা : জাহাঙ্গীর ৫, জিহাদ (২২) পিতা : কাইয়ুম সর্ব সাং সিগনাল টাওয়ার। ৬, মো: হোসেন (৩৫) পিতা : আ: গাজী ৭, আলী (৪০) পিতা : আফতান ৮, সাব্বির (৫০) পিতা : আমজাদ সর্ব সাং- কবরস্থান রোড মোংলা, বাগেরহাটসহ আরও ১০/১২ জনের নামে এ অভিযোগ দায়ের করা হয়। ইমরান শেখ মামার ঘাট এলাকার মেসার্স আয়শা এন্টার প্রাইজের একজন কর্মচারী। ঘটনার দিন ৭০ হাজার টাকা নিয়ে মামার ঘাট এলাকায় আয়শা এন্টারপ্রাইজে অফিসে যাওয়ার সময় বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে হঠাৎ ইমরানের উপর হামলা চালায় এবং তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের পরে তারা বলেন, তুই আওয়ামী লীগ করছো এই অপরাধে তোর আরও এক লক্ষ টাকা চাঁদা দিতে হবে। এ সময় তার ডাক চিৎকারে তার ভ্রাতা মোঃ সাগর খান দৌড়ে এসে তাকে বাঁচাতে গেলে তাকেও মারপিট করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে বাদী ইমরান শেখের কাছে জানতে চাইলে তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যার পরে বিবাদীরা হঠাৎ আমি কিছু বুঝে ওঠার আগেই আওয়ামিলীগ বলে আমার উপর হামলা চালায়। কিন্তু আমি এবং আমার পরিবারের কেউ আওয়ামিলীগের সঙ্গে জড়িত ছিলাম না। তখন বিবাদীরা বলে ৭০ হাজার নিয়েছি আর বাকী ১ লক্ষ টাকা তোর অস্ট্রেলিয়া প্রবাসী আত্মীয়র কাছ থেকে এনে না দিলে তোকেসহ তোর ফ্যামিলির সকলকে গুম করে ফেলা হবে। তাই আমি বাধ্য হয়ে মোংলা থানায় একটি এজাহার দায়ের করি। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি জানান।