জলসুখায় ইউনিয়ন পরিষদ থেকে মা শিশু (বি ডব্লিউ বি) ৪৩ বস্তা চাল রহস্যজনকভাবে উদাও। দফাদারের দৌঁড় ঝাঁপ
- আপডেট টাইম : ০৪:৫৯:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / ২৯ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন পরিষদের ভবন থেকে দরজায় অক্ষত তালা ঝুলানো অবস্থায় ভিতর থেকে মা শিশুর(বি ডব্লিউ বি) ৪৩ বস্তুা চাল রহস্যজনক ভাবে উদাও। ইউনিয়ন পরিষদ ভবনের তালার চাবি দফাদার অরুন আচার্যর কাছে ছিলো । ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ থাকলেও বার বার ইউনিয়ন পরিষদে চুরির ঘটনা ঘটে বেশ কিছু দিন ধরে,এরআগেও তথ্য ও সেবা কেন্দ্র (ডিজিটাল সেন্টার) এর কম্পিউটার সহ সরমঞ্জাম চুরি হলেও এর কোন প্রতিকার হয় নাই। এবার হল মা শিশুর(বি ডব্লিউ বি) ৪৩ বস্তুা চাল।ইউনিয়ন পরিষদের মহিলা সহ গ্রাম পুলিশ পাঁচ জন তারা হল অরুন আচার্য্য(দপাদার), আবু শামা, তফুর আলী, হেনা, বাসনা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬শে অক্টোবর রোজ শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনাটি ঘটে। ২৭শে অক্টোবর রোজ রবিবার ইউনিয়ন পরিষদের সচিব আজিজুর রহমান এসে দরজায় অক্ষত অবস্থায় তালা ঝুলানো রয়েছে অন্য একটি দরজা ভিতর দিয়ে লাগানোর পরিবর্তে বহিরের দিকে লাগানো এই অবস্থা দেখে সন্দেহ জাগে সাথে সাথে ১নং ওয়ার্ডের মেম্বার শেখ জুনায়েদ আহমেদ ও ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফারভেজ মিয়া এবং দফাদার অরুণ আচার্য্যকে নিয়ে দরজা খোলে বস্তা গুনে দেখে ৪৩বস্তা চাল উদাও।, এ অবস্থায় দেখে সবাই বিষয়টি রহস্যজনক মনে হয়।এই ঘটনার পর দফাদার অরুণ আচার্য্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ শুরু করে।
এই বিষয় নিয়ে, জলসুখা ইউনিয়ন পরিষদের সহকারী সচিব মনুজ কান্তির সঙ্গে মুঠোফোন ফোনে আলাপ করলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দরজায় অক্ষত অবস্থায় তালা ঝুলানো রয়েছে অন্য একটি দরজা ভিতর দিয়ে লাগানোর পরিবর্তনে বহিরের দিকে লাগানো দেখতে পাই সন্দেহ হলে মেম্বারদের অবগত করে গুনে ৪৩বস্তা চাল উদাও, তালার চাবি ছিল দফাদার অরুণ আচার্য্যর কাছে ছিল। এই বিষয় নিয়ে ১নং ওয়ার্ডের মেম্বার শেখ জুনায়েদ আহমেদ ও ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ পারভেজ মিয়ার সঙ্গে আলোচনা করলে তাহারা জানান ইউনিয়ন পরিষদের সচিব আজিজুর রহমান আমাদের ফোন দিলে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি দরজায় অক্ষত অবস্থায় তালা ঝুলানো রয়েছে অন্য একটি দরজা ভিতর দিয়ে লাগানোর পরিবর্তে বহিরের দিকে লাগানো পরে দরজা খুলে বস্তা গুনে ৪৩বস্তা চাল উদাও,এই বিষয়টি চেয়ারম্যানকে অবগত করি।
এ বিষয় নিয়ে দফাদার অরুণ আচার্য্যর জন্য মুঠোফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করে নাই।
এই বিষয় নিয়ে জলসূখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু বলেন,আমি শুনেছি এই বিষয়ে দফাদারকে বলেছি খোঁজ নিতে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক জানান, বিষয়টি আমি অবগত নই,আমার কাছে কোন অভিযোগ দেয়নি,তাছাড়া পুলিশ কেইস হয়নি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।