ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস দেশবাসীকে ফের কাঁদালেন শহিদ নাফিজের মা নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী সংসারের হাল ধরতে চেয়ে নিজেই এখন বোঝা” বাঁচতে চায় ঠাকুরগাঁওয়ের শামীম জেনেভা ক্যাম্পের শিশুদের শিক্ষার মান উন্নয়নের জন্য ড্রিম এলাইভ ফাউন্ডেশন এবং এনএলজে হাই স্কুল পরিচালনা কমিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সখিপুর উপজেলা দলিল লেখক ও স্ট্যাম ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লি:এর সদস্যদের সাথে মত বিনিময় পরমানু বোমা হামলা থেকে বাচঁতে আশ্রয়কেন্দ্র বানাচ্ছে রাশিয়া সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন পুলিশপ্রধান: তাজুল ইসলাম আজমিরীগঞ্জে ১০৪ পিস ইয়াবা সহ আটক দুই

গাজীপুরে রেলওয়ের কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান: মৌচাক রেল স্টেশন থেকে সরকার বাড়ি পর্যন্ত অবৈধ স্থাপনা অপসারণ

মোঃ ফরিদ আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি (গাজীপুর)
  • আপডেট টাইম : ০৭:০৫:৫৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / ৪২ ৫০০০.০ বার পাঠক

গাজীপুর জেলার কালিয়াকৈরে মৌচাক রেল স্টেশন থেকে মাটিকাটা রেলগেট সংলগ্ন সরকার বাড়ি পর্যন্ত অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (২৭ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালিত হয়, যা রেলওয়ে সুরক্ষা ও ট্রেন চলাচল নিশ্চিত করতে জরুরি ছিল।

জয়দেবপুর জংশনের সিনিয়র নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় রেললাইনের দুই পাশে গড়ে উঠা অসংখ্য দোকান ও আবাসিক ঘর ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে দখলদারদের অনেকেই তাদের স্থাপনা তড়িঘড়ি সরিয়ে নেন।

জুয়েল মিয়া জানান, এটি একটি গুরুত্বপূর্ণ রেললাইন, যা প্রতিদিন প্রায় আশিটিরও বেশি ট্রেন চলাচল করে। রেললাইনের দুই পাশে এই অবৈধ স্থাপনার জন্য রেল চলাচল ব্যবহৃত হয়। অনেকবার নোটিশ দেওয়া হলেও দখলদাররা স্থাপনা সরিয় নেননি, ফলে আজ এই উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পুনরায় দখলের চেষ্টা করলে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান দেখতে আসা স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস ও জাহাঙ্গীর জানান, এসব অবৈধ স্থাপনা দখলকারীরা রেল চলাচল ব্যাহত করে স্থাপনা ভাড়া দিয়ে মুনাফা অর্জন করছিল, যা পরিবেশ ও রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অনেকেই। তবে পুনর্বাসন ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্তদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে রেলওয়ের কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান: মৌচাক রেল স্টেশন থেকে সরকার বাড়ি পর্যন্ত অবৈধ স্থাপনা অপসারণ

আপডেট টাইম : ০৭:০৫:৫৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

গাজীপুর জেলার কালিয়াকৈরে মৌচাক রেল স্টেশন থেকে মাটিকাটা রেলগেট সংলগ্ন সরকার বাড়ি পর্যন্ত অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (২৭ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালিত হয়, যা রেলওয়ে সুরক্ষা ও ট্রেন চলাচল নিশ্চিত করতে জরুরি ছিল।

জয়দেবপুর জংশনের সিনিয়র নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় রেললাইনের দুই পাশে গড়ে উঠা অসংখ্য দোকান ও আবাসিক ঘর ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে দখলদারদের অনেকেই তাদের স্থাপনা তড়িঘড়ি সরিয়ে নেন।

জুয়েল মিয়া জানান, এটি একটি গুরুত্বপূর্ণ রেললাইন, যা প্রতিদিন প্রায় আশিটিরও বেশি ট্রেন চলাচল করে। রেললাইনের দুই পাশে এই অবৈধ স্থাপনার জন্য রেল চলাচল ব্যবহৃত হয়। অনেকবার নোটিশ দেওয়া হলেও দখলদাররা স্থাপনা সরিয় নেননি, ফলে আজ এই উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পুনরায় দখলের চেষ্টা করলে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান দেখতে আসা স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস ও জাহাঙ্গীর জানান, এসব অবৈধ স্থাপনা দখলকারীরা রেল চলাচল ব্যাহত করে স্থাপনা ভাড়া দিয়ে মুনাফা অর্জন করছিল, যা পরিবেশ ও রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল।

রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অনেকেই। তবে পুনর্বাসন ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্তদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।