ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
অধ্যাদেশ বাতিল চায় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা, ৩ দিনের কলম বিরতি লক্ষ্মীপুর আল মুঈন মাদ্রসা থেকে ছাত্রের মরাদেহ উদ্ধার মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের ২৫তম শাহাদাত বার্ষিকী পালিত রছুল্লাবাদ শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পুশ ইন করা ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ঢাকার মূল সড়কে কোনো রিকশা চলতে পারবে না: ডিএনসিসি প্রশাসক টাঙ্গাইলে আওয়ামী লীগের দোসরদের দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, কুশপুত্তলিকা দাহ নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মূলতবি মেক্সিকোতে নির্বাচনি প্রচারণার সময় মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা

সময়ের কন্ঠ’র দৃষ্টিতে জাবিতে “সমগীত সাংগঠনিক কর্মশালা”

শোয়েব হোসেন --
  • আপডেট টাইম : ০৭:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / ১০১ ১৫০০০.০ বার পাঠক

রাজধানীর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে গত ২৫ ও ২৬ শে অক্টোবর রোজ শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ’র আয়োজনে “সমগীত সাংগঠনিক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে ।

বিস্তারিত তথ্যে জানা যায়, “সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ” দেশব্যাপী সংস্কৃতানুরীদের মাঝে আলোড়ন সৃষ্টিকারী একটি স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন যার পথচলা শুরু হয় ২০০২ সাল থেকে । সংগঠনটি প্রতিবছর বিভিন্ন নতুন গানের দল, একক শিল্পী, আদিবাসী ও লোকনৃত্যের দল, বাউল গান, পাপেট শো, পারফরম্যান্স আর্ট,শিশু চিত্র প্রদর্শনী,লিটলম্যাগ প্রদর্শনী/পরিবেশনা সহ ” প্রকৃতি মঙ্গলযাত্রা” শিরোনামে র‍্যালি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত করে থাকে। তাছাড়াও বিভিন্ন মেয়াদে এই প্রতিষ্ঠান বিভিন্ন বছরে সংগীত অনুশীলন কর্মশালার আয়োজন করে আসছে।সেই অনুশীলন কর্মশালার আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দুই দিনের এই সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনে!

জানা যায়, উক্ত দুই দিনের কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো দেশীয় শিল্প ও সংস্কৃতি চর্চার গুরুত্ব,প্রয়োজনীয়তা ও বিশালতা নিয়ে আলোচনা। তাছাড়া দেশীয় সংস্কৃতির রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশীয় সংস্কৃতির ওপর বিদেশি সংস্কৃতির প্রভাব-প্রবাহমান ধারা সহ অতীত,বর্তমান ও ভবিষ্যতের সমস্যা,সমাধান ও সম্ভাবনা ইত্যাদি নিয়েও আলোচনা হয় ।এর পাশাপাশি এই কর্মশালার আরো আকর্ষণীয় দিক হচ্ছে নাচে-গানে,আনন্দ-উল্লাসে সময়টিকে উপভোগ্য ও স্মরণীয় করে তোলা ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন অমল আকাশ (একটিভিষ্ট,শিল্পী, শিক্ষক ও সমগীতের প্রতিষ্ঠাতা),বিথী ঘোষ(বাংলা প্রভাষক, বোরহান উদ্দিন কলেজ ও সাধারন সম্পাদক-সমগীত), ধীমান সরকার ( সহকারী অধ্যাপক, চারুকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। সঞ্চালক হিসেবে ছিলেন তোফাজ্জল হোসেন (প্রধান শিক্ষক, আমাদের পাঠশালা),সভা প্রধান হিসেবে ছিলেন দিনা তাজরীন, (শিক্ষক ও সমগীত সংগঠক)।শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন অর্ক সুমন (মিউজিশিয়ান), কৃষ্ণকলি (শিল্পী)।তাছাড়া আরো উপস্থিত ছিলেন কিশোর সংগঠন গঙ্গা ফড়িংয়ের সদস্যবৃন্দ।সার্বিক যোগাযোগ ও আপ্যায়নে ছিলেন শরিফুল ইসলাম, মুজাহিদ জিহাদ ,সুজিত, ইমন মেহেদী ও সজল প্রমুখ।

উক্ত কর্মশালা শুক্রবার আনুমানিক সকাল দশটার দিকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে। বিভিন্ন বিরতিতে আপ্যায়ন ও নাচ গানের মাধ্যমে দর্শনীয় ও উৎসবমুখর হয়ে ওঠে ।শনিবারে আবারও সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে মধ্যাহ্ন পর্যন্ত স্থায়ী হয়।মধ্যাহ্ন ভোজের পর ফটোসেশন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও বিদায় জানিয়ে জাবি এর প্রাতিষ্ঠানিক গাড়িতে করে সমগীতের দল নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সময়ের কন্ঠ’র দৃষ্টিতে জাবিতে “সমগীত সাংগঠনিক কর্মশালা”

আপডেট টাইম : ০৭:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

রাজধানীর জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে গত ২৫ ও ২৬ শে অক্টোবর রোজ শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ’র আয়োজনে “সমগীত সাংগঠনিক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে ।

বিস্তারিত তথ্যে জানা যায়, “সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ” দেশব্যাপী সংস্কৃতানুরীদের মাঝে আলোড়ন সৃষ্টিকারী একটি স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন যার পথচলা শুরু হয় ২০০২ সাল থেকে । সংগঠনটি প্রতিবছর বিভিন্ন নতুন গানের দল, একক শিল্পী, আদিবাসী ও লোকনৃত্যের দল, বাউল গান, পাপেট শো, পারফরম্যান্স আর্ট,শিশু চিত্র প্রদর্শনী,লিটলম্যাগ প্রদর্শনী/পরিবেশনা সহ ” প্রকৃতি মঙ্গলযাত্রা” শিরোনামে র‍্যালি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত করে থাকে। তাছাড়াও বিভিন্ন মেয়াদে এই প্রতিষ্ঠান বিভিন্ন বছরে সংগীত অনুশীলন কর্মশালার আয়োজন করে আসছে।সেই অনুশীলন কর্মশালার আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দুই দিনের এই সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনে!

জানা যায়, উক্ত দুই দিনের কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো দেশীয় শিল্প ও সংস্কৃতি চর্চার গুরুত্ব,প্রয়োজনীয়তা ও বিশালতা নিয়ে আলোচনা। তাছাড়া দেশীয় সংস্কৃতির রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশীয় সংস্কৃতির ওপর বিদেশি সংস্কৃতির প্রভাব-প্রবাহমান ধারা সহ অতীত,বর্তমান ও ভবিষ্যতের সমস্যা,সমাধান ও সম্ভাবনা ইত্যাদি নিয়েও আলোচনা হয় ।এর পাশাপাশি এই কর্মশালার আরো আকর্ষণীয় দিক হচ্ছে নাচে-গানে,আনন্দ-উল্লাসে সময়টিকে উপভোগ্য ও স্মরণীয় করে তোলা ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন অমল আকাশ (একটিভিষ্ট,শিল্পী, শিক্ষক ও সমগীতের প্রতিষ্ঠাতা),বিথী ঘোষ(বাংলা প্রভাষক, বোরহান উদ্দিন কলেজ ও সাধারন সম্পাদক-সমগীত), ধীমান সরকার ( সহকারী অধ্যাপক, চারুকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। সঞ্চালক হিসেবে ছিলেন তোফাজ্জল হোসেন (প্রধান শিক্ষক, আমাদের পাঠশালা),সভা প্রধান হিসেবে ছিলেন দিনা তাজরীন, (শিক্ষক ও সমগীত সংগঠক)।শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন অর্ক সুমন (মিউজিশিয়ান), কৃষ্ণকলি (শিল্পী)।তাছাড়া আরো উপস্থিত ছিলেন কিশোর সংগঠন গঙ্গা ফড়িংয়ের সদস্যবৃন্দ।সার্বিক যোগাযোগ ও আপ্যায়নে ছিলেন শরিফুল ইসলাম, মুজাহিদ জিহাদ ,সুজিত, ইমন মেহেদী ও সজল প্রমুখ।

উক্ত কর্মশালা শুক্রবার আনুমানিক সকাল দশটার দিকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে। বিভিন্ন বিরতিতে আপ্যায়ন ও নাচ গানের মাধ্যমে দর্শনীয় ও উৎসবমুখর হয়ে ওঠে ।শনিবারে আবারও সকাল ১০:০০ টা থেকে শুরু হয়ে মধ্যাহ্ন পর্যন্ত স্থায়ী হয়।মধ্যাহ্ন ভোজের পর ফটোসেশন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও বিদায় জানিয়ে জাবি এর প্রাতিষ্ঠানিক গাড়িতে করে সমগীতের দল নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন।