কালিয়াকৈরে যানজট ও মাদকমুক্ত নিরাপদ সড়কের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৮:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ৯২ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট, চাঁদাবাজি, এবং মাদকমুক্ত ও নিরাপদ সড়কের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ১১ টায় চন্দ্রা ফ্লাইওভারের নিচে আয়োজিত এই সভায় স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক ও পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে স্থানীয় বিএনপি নেতা ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান মহাসড়কে যানজট ও চাঁদাবাজি নিরসনের পাশাপাশি মাদকমুক্ত পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। জেলা পুলিশের টিআই শাহাবুদ্দিন, কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) জোবায়ের হোসেন এবং সালনা হাইওয়ে থানার (ওসি) রইজ উদ্দিন মাদক ও চাঁদাবাজি মুক্ত সড়ক গড়তে পুলিশি প্রচেষ্টা এবং স্থানীয়দের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন।
সভার বক্তারা চন্দ্রায় যানজট, চাঁদাবাজি ও মাদকের সমস্যার সমাধানে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।