দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে নিহত এক আহত ১৩ জন

- আপডেট টাইম : ০৮:০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
- / ৯৬ ১৫০০০.০ বার পাঠক
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের মির্জা মিল ও গুপ্তা প্লাইউড এর মাঝামাঝি স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁ গামি একটি বাস খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে ।
দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ জন,তাদের সকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে,গুরুতর আহত হওয়ায় একজনকে দিনাজপুর মেডিকেলে রেফার করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন আজ শুক্রবার আনুমানিক ভোর ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে,ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত এবং নিহত ব্যক্তি কে উদ্ধার করে।
এখন পর্যন্ত নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি।
তার মরদেহটি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মুহিব্বুল জানান আনুমানিক ভোর পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে, দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে পৌঁছাই, ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে নিহত একজনের লাশ উদ্ধার করি এবং আহত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করি, আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হয়েছে, নিহত ব্যক্তির লাশ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি।
দুর্ঘটনার বিষয়ে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার জানান অসচেতনতার কারণে প্রতি নিহত সড়ক দুর্ঘটনা ঘটছে, আমাদেরকে সচেতন হতে হবে।