ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট টাইম : ০৩:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ৪২ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ীতে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র-জনতার অঙ্গীকার” নিরাপদ সড়ক হোক সবার এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী রেলি ও আলোচনা সভার অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সকাল ১০.৩০ মিনিটে একটি বর্ণাঢ্য রেলি বের হয়,রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্বতীপুর বাসস্ট্যান্ডে এসে জমায়েত হয়।
পার্বতীপুর বাস স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দারের সভাপতিত্বে,
অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর মোঃ নওশের ওয়ান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, ফুলবাড়ী থানার চার্জ অফিসার মোঃ আরিফুজ্জামান আরিফ, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী লিমন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি ডাঃ সোলাইমান মন্ডল,যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ,যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,দুর্ঘটনা অনুসন্ধান, গবেষণা সম্পাদক এ এম শাহেদ ইসলাম,
দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সীমা হক,
সদস্য ফজলে রাব্বি,সদস্য জাকির আহমেদ, সদস্য হাফেজ এন্তাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সমাবেশে সড়কে আহত পঙ্গুত্ববরণ কারীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সড়ককে নিরাপদ করতে, সচেতন হতে, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে, দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।