রাণীশংকৈলে সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দের মাঝে সহায়তা দিলেন ডিসি
- আপডেট টাইম : ১২:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ৩৩৯ ৫০০০.০ বার পাঠক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ কশুমউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৪ এপ্রিল রবিবার সকালে নেকমরদ বাজারের সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১১টি দোকান মালিক ও রাতোরে পুুড়ে যাওয়া ১টি বাড়ি মালিককে মোট ১২ জনের মাঝে
জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে ২ বান্ডেল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, পিআইও স্যামুয়েল মার্ডি, ওসি(তদন্ত)আব্দুল লতিফ শেখ, নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক, রাতোর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২৭ মার্চ রাতে নেকমরদ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে ১১ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই রাতে রাতোর ইউনিয়নে ১ টি বাড়িও পুড়ে যায়।এতে বাড়ির মালিক ১ জন ও ১১ জন দোকানদার ব্যাপক ক্ষতির শিকার হয় ।