ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর, সমর্থকদের পুলিশ বিএনপির ধাওয়া ও ডিম নিক্ষেপ
- আপডেট টাইম : ১০:৫৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / ৫০ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও॥ হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজনের জামিন ও ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক রমেশ কুমার দাগা এই আদেশ দেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগষ্ট মামলার বাদি ফজলে আলমের ছেলে আবু রায়হান সহ ৪ জনকে পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে মামলার আসামীরা । এঘটনায় সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।
এসময় আদালত চত্বরে আওয়ামীলীগের সমর্থকরা সুজনের মুক্তি চেয়ে শ্লোগান দিলে তাদের ধাওয়া করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও সাবেক এমপি সুজনকে পুলিশভ্যানে তোলার সময় জনগণ তার ওপর ডিম নিক্ষেপ করেন।
বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান জানান, জিআর ৩৮৮/২৪ মামলায় সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ, কিন্তু বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করছেন। এছাড়াও তার জামিনও মঞ্জুর করেননি আদালত।