মোংলায় সার্ভিস বাংলাদেশের নিরাপদ সড়ক দিবস পালিত
- আপডেট টাইম : ০১:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৮৫ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক : সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি,একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে গন সচেতনতামূলক র্যালি, সমাবেশ এবং লিফলেট বিতরণ করেছে সার্ভিস বাংলাদেশের মোংলা উপজেলা কমিটি ।
রবিবার ১৩ অক্টোবর
(২০২৪) সকাল ১১ টায় অনুষ্ঠিত সমাবেশ এবং রেলিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোঃ এমরান হোসেন ,এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, শ্রমিক নেতা মোঃ মনিরুজ্জামান মনির,মাদ্রাসার শিক্ষক মোঃ জব্বার প্রমূখ ।
সার্ভিস বাংলাদেশ মোংলা কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পরিবারের সবাই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনার পর এই নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়। এখন এই আন্দোলন বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেছে । সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই জীবন বাঁচাতে নিরাপদ সড়ক অবশ্যই দরকার। এজন্য সবাইর মধ্য গনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং নিরাপদ সড়ক আইনের সকল নিয়মকানুন মেনে চলতে হবে । তাহলে আর এই দুর্ঘটনায় অকালে প্রাণ যাবে না।