তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে মন্ডপে মন্ডপে বিএনপি নেতা আব্দুল মান্নান হাওলাদার
- আপডেট টাইম : ০১:০৪:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৩৪ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক : হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় ও বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও নির্দেশনা পৌঁছে দিতে মোংলা পৌর ও উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে মতবিনিময় সভা করেছেন মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আব্দুল মান্নান হাওলাদার।
দুর্গাপূজা উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন। গত ৯অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত তিনি ৩২টি পূজা মণ্ডপ পরিদর্শন ও সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় মো: আব্দুল মান্নান হাওলাদার মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন। তারা যেন কোনোরকম সন্ত্রাসী হামলার শিকার না হন, সে জন্য মোংলা বিএনপির নেতা-কর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে পাশে রয়েছে বলেও জানান তিনি।
মান্নান হাওলাদার আরও বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্য বলেন, আপনারা স্বাধীন দেশে স্বাধীন ভাবে আপনাদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজা উৎযাপন করবেন। এছাড়াও আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠান আপনাদের মত করেই পালন করবেন। কোনো বাঁধা নেই, আমরা আছি আপনাদের সাথে। কেউ বাঁধা সৃষ্টি করতে চাইলে তাদের কঠিন জবাব দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।