তারেক জিয়ার পক্ষ থেকে মোংলার বিভিন্ন পূজা মন্ডবে শেখ ফরিদুল ইসলামের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদাণ
- আপডেট টাইম : ০৮:৫৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৪২ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মোংলার বিভিন্ন পূজা মন্ডবে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের শারদীয় শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদাণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর পরিবেশে মোংলার প্রতিটা মন্ডবে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ পূজাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারী নেওয়া হয়েছে।জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিভিন্ন কার্যক্রম। জেলার প্রতিটি মন্ডপে বিএপি’র পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কমিটি করা হয়েছে।
গত (৯ অক্টোবর) বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় এ দুর্গাপূজা এবং (১২ অক্টোবর ২০২৪) শনিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা। এর আগে গত (২ অক্টোবর) বুধবার মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুরু হয়েছিলো ।
এ বিষয়ে পূজা উদযাপন কমিটির সভাপতিরা বলেন, ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এখানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার এই সময়ে আমরা বিশেষভাবে সজাগ রয়েছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সরেজমিনে আমাদের প্রতিনিধি পূজা মন্ডপ পরিদর্শনে গেলে এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোংলার বিভিন্ন মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছি।
মোংলায় সর্ব বৃহৎ পূজা উদযাপিত হচ্ছে, প্রতিটা মন্দিরে বিএনপির পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। বিগত দিনের চেয়ে এবছর হিন্দু ধর্ম অবলম্বীরা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন।