এবার দূর্গা পূজার নিরাপত্তায় ২৯ বিজিবির তৎপরতা
- আপডেট টাইম : ১১:৪০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৫৩ ৫০০০.০ বার পাঠক
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে
দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত ২৯ বিজিবির আওতাধীন সীমান্তবর্তী এলাকার ৩৯ টি মন্দির এর নিরাপত্তার জন্য সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
২৯ বিজিবির আওতাধীন সীমান্তবর্তী এলাকা বিরামপুর, ফুলবাড়ী, চিরিরবন্দর ও দিনাজপুর সদরের ৮ কিলো মিটারের মধ্যে অবস্থিত বিভিন্ন মন্দিরে নিরাপত্তা দিচ্ছে বিজিবি সদস্যরা।
২৯ বিজিবির অধিনায়ক এ বি এম জাহিদুল করিম জানান ২৯ বিজিবি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত দুর্গাপূজার মন্ডপ গুলোর নিরাপত্তার জন্য বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে,দেশ ও জাতির নিরাপত্তায় কাজ করেছে, আগামীতেও বিজিবি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।
বিজিবির নিরাপত্তা দেওয়ার বিষয়টি প্রশংসিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে।
একাধিক মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা জানিয়েছেন বিজিবি নিরাপত্তা দেওয়ায় আমরা নিশ্চিন্তভাবে সীমান্তবর্তী এলাকায় পূজা উদযাপন করতে পারছি।