বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উপলক্ষে হয় গেলো বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস। স্কিট শুটিং প্রতিযোগিতায় দিনাজপুর রাইফেল ক্লাবের খেলোয়াড় দিনাজপুর-৬ আসনের সাংসদ মোঃ শিবলী সাদিক এমপি ব্রোঞ্জ পদক পেয়েছেন। এ ছাড়াও এ প্রতিযোগিতায় গোল্ড পদক পেয়েছেন চট্রগ্রাম রাইফেল ক্লাবের খেলোয়াড় নুর উদ্দিন সেলিম ও সিলভার পদক পেয়েছেন আর্মি রাইফেল ক্লাবের খোলোয়াড় সাব্বির হোসেন। এই মহামারীতেও স্বাস্থ্যবিধি মেনে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসকে সম্পূর্ণ করার জন্য জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন শিবলী সাদিক এমপি। সেই সাথে শুটিং ফেডারেশনের সভাপতি ও ক্রিড়ামন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
Leave a Reply