ঠাকুরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে শুরু হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব
- আপডেট টাইম : ০৫:৫৮:৩৯ অপরাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৩০ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ে আজ (০৯ই অক্টোবর রোজ বুধবার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় শারদীয় দুর্গোৎসব শুরু, দেবীর আবাহন, অধিবাস, বোধন এবং মহাষষ্ঠীবিহীত পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব। এদিকে দুর্গাপূজাকে আনন্দমুখর করে তুলতে দেশের পূজামণ্ডপগুলো সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে।
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলাতেও এখন বইছে পূজার উৎসবের আমেজ। পূজা বা শারদীয় উৎসব উপলক্ষে মণ্ডপের সামনে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। ঢাক-ঢোল, কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। আজ ( ০৯ অক্টোবর ) বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দুর্গা দেবীর বোধন। শারদীয় দুর্গোৎসবের শুরুতে দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙাতে ভক্তরা বোধন ও বন্দনা পূজা করেন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার দোলায় (পালকি) চড়ে কৈলাশ থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন।
অন্যদিকে কৈলাশে (স্বর্গে) বিদায় নেবেন ঘোড়ায় চড়ে।এদিকে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থা নিয়োজিত আছে বলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জেলার পৌর শহরের হলপাড়া দূর্গাবাড়ি, ঘোষপাড়া সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, গোধুলিবাজার সার্বজনীন পূজা মন্ডপসহ বিভিন্ন মণ্ডপে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতারা হিন্দু সম্প্রদায়সহ ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশের সব নাগরিককে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে পূজা উদযাপন উপলক্ষে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে তা চলবে রোববার বিকেল পর্যন্ত। রোববার সন্ধ্যায় বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হবে। এবার জেলায় মোট মন্ডপের সংখ্যা ৪শ ৭৩টি।
এবার পূজা উদযাপন হচ্ছে বিগত বছরের মতোই উৎসবমূখর পরিবেশে। তবে নিরাপত্তার কিছুটা শংকা ও ভয়ও কাজ করছে। এর মধ্যেই সকল আনুষ্ঠানিকতাতেই মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। তবে পূজায় সকল ধর্ম-বর্ণ, জাতি-পাত, রাজনৈতিক দল ও মতাদর্শ এবং শ্রেণী পেশা নির্বিশেষে সকলের সহযোগিতায় প্রাণবন্ত হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব।
আজ ( ০৯ অক্টোবর ) বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দুর্গা দেবীর বোধন। শারদীয় দুর্গোৎসবের শুরুতে দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙাতে ভক্তরা বোধন ও বন্দনা পূজা করেন। এছাড়া আগামীকাল মহাসপ্তমী তে পূজা ও তপতা, পরশু মহাঅষ্টমী, কুমারি পূজা, ও সন্ধি পূজা এবং বিহিত পূজা সমর্পন, মহা নবনী ও বিহিত পূজা উদযাপন এবং সর্বশেষ রোববার মা দূর্গার বিহিত পূজা সমর্পন এবং জল বিসর্জন। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রার্থনা করা হচ্ছে পূজায়।