তালাক দিয়েও ক্ষান্ত হননি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে ইমরান

- আপডেট টাইম : ০৬:০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ১০৪ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রীকে তালাকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে ইমরান হোসেন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ইমরান উপজেলার কেরোয়া ইউপির দক্ষিণ কেরোয়া গ্রামের ছেরু ব্যাপারী বাড়ির বাসিন্দা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পরিচয় গোপন করা পোস্টে কেউ একজন লিখেন, ইমরানের সাবেক স্ত্রী রাবেয়া আক্তার লামিয়া (২০) একজন অর্থলোভী। তার পরিবার তাকে মোট চারটি বিয়ে দিয়ে টাকা, পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে। পোস্টের পর সেটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ভুক্তভোগী রাবেয়া ও তার পরিবারের দাবি এমনটি ঘটিয়েছে সাবেক স্বামী ইমরান ও তার পরিবারের লোকজন।
গত রোববার রাত এগারোটায় রায়পুর বাজার নামে একটি গ্রুপে পোস্ট করেন পরিচয় গোপন করা একজন। সেই পোস্ট ইস্যুতে ইমরানের বড় ভাই আনোয়ার হোসেনকে প্রধান অভিযুক্ত করে চারজনের বিরুদ্ধে সহকারী পুলিশ সুপার রায়পুর-রামগঞ্জ সার্কেল বরাবর একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাবেয়ার মা আমেনা আক্তার।
অভিযোগ দায়েরের পর বাদী আমেনা আক্তার বলেন, আমার মেয়ে এখন আত্মহত্যা করতে চায়। আমি পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। বিচার চাই।
অভিযোগ সূত্রে জানা যায়, ইমরান ও রাবেয়ার বিয়ে হয় প্রায় দুই বছর আগে। পারিবারিক ভাবে বিয়ের পর নানান বিষয়ে তাদের বনিবনা না হওয়ায় সম্প্রতি ইমরানকে তালাক দেন রাবেয়া। এতেই বেঁধেছে বিপত্তি।
সার্কেল এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ভুক্তভোগী লামিয়ার মা চারজনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার জন্য রায়পুর থানায় অভিযোগটি প্রেরণ করা হয়েছে।
বিষয়টির সত্যতা জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।