আজমিরীগঞ্জে শারদীয় দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক টিম গঠনে বিএনপির প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৩:৪৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ৫৩ ৫০০০.০ বার পাঠক
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলার প্রত্যেক পূজা মন্ডপের জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করার লক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৩ টায় আজমিরীগঞ্জ বাজারে বিএনপির কার্যালয়ে উক্ত সভার আয়োজন করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। এতে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলু মিয়া, সভার পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন বাবুল। এ সময় আজমিরীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র, সাধারণ সম্পাদক বিপ্লব দেব সহ সকল মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. জীবন বলেন আপনারা যাতে নির্বিঘ্নে আপনাদের উৎসব পালন করতে পারেন সে জন্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সর্বদা আপনাদের পাশে থাকবে। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে আরও উপস্থিত ছিলেন
কুতুব উদ্দিন, ইসমাইল হোসেন শরস, গোলাম মোস্তফা মধু, সাজ্জাদ সওদাগর, জাহিদ হাসান কবির, মিজানুর রহমান, ডা.সফিকুল ইসলাম, মফিজুর রহমান, আলিমুল চৌধুরী, অলিউডর রহমান তালুকদার, দুলাল বাহার, মিজানুর রহমান মাসুদ, সবুর হোসেন, আব্দুল কাদির, রাজু নাগ, এইচ এম জামির, লোকমান মিয়া, উজ্জল মিয়া, ইউসুব মেম্বার, আছমল করিম, রাজ্জাক মিয়া, মো. লেচু মিয়া আইনুর মিয়া প্রমুখ।