নাসিরনগরে আধুনিক মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন লিমিটেড উদ্বোধন
- আপডেট টাইম : ০৩:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ১১৭ ৫০০০.০ বার পাঠক
হাতের নাগালে কম খরচে উন্নত চিকিৎসা” এই স্লোগানকে সামনে রেখে নাসিরনগর আধুনিক মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন লিমিটেড শুভ উদ্বোধন করা হয়।
শনিবার ৫’ অক্টোবর ২০২৪ খ্রিঃ সকালে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার ইমরানুল হক ভূইয়া শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর সকাল ৯ টা থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগী দেখেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। দুপুর ২ টার দিকে আধুনিক হাসপাতাল কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব:) মফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ ইসরার কামাল, ডাক্তার রোকন উদ্দিন আহমেদ, ডাক্তার শামছুল হক কিবরিয়া চৌধুরী (পাভেল), ডাক্তার পান্না বনিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাফিজ উদ্দিন ভূইয়া, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডঃ নাছির উদ্দীন, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ সহ সাংবাদিক বৃন্দ, চিকিৎসক বৃন্দ, সুশীল সমাজ ও আধুনিক হাসপাতাল পরিবার পরিচালনা পরিষদগণ।