সংবাদ শিরোনাম ::
গাজীপুরের কোনাবাড়ীতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত
মোঃ ফরিদ আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি (গাজীপুর)
- আপডেট টাইম : ০৯:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৮৪ ৫০০০.০ বার পাঠক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রকিবুল ইসলাম সিরাজগঞ্জের কুঠি সাতবাড়িয়া গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যাচ্ছিলেন রকিবুল ইসলাম। তাঁর মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে একটি বাস দ্রুত গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রকিবুল ইসলামের মৃত্যু হয়।
কোনাবাড়ি থানার উপপরিদর্শক আবুল কাশেম বলেন, বাসটি পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো খবর.......