কালিয়াকৈরে ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৪:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ১৩৯ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ২ নং চাপাইর ইউনিয়নের মজিদচালা প্রগতি ক্রীড়া বিহঙ্গ ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে মজিদচালা প্রগতি ক্রীড়া বিহঙ্গ ক্লাবের উদ্যোগে জাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন প্রতিযোগিতা করেন, মহানন্দপুর ফুটবল একাদশ বনাম কালিয়াকৈর কোচ আদিবাসী ফুটবল একাদশ।
এই ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মো. হুমায়ুন কবির খান।
ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন, ২ নং চাপাইর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শওকত ইমরান।
এসময় বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা: মো. বখতিয়ার, জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. মোখলেসুর রহমান, কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খান।
আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কালিয়াকৈর পৌর যুবদল নেতা মো.মোস্তাফিজুর রহমান শিপলু, কালিয়াকৈর পৌর বিএনপির নির্বাহী সদস্য মো.মোতাহার হোসেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.জসিম হোসেন, কালিয়াকৈর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.জাহাঙ্গীর আলম, কালিয়াকৈর কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো.সজীব হোসেন প্রমুখ।
উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্টের খেলাটি ২-২ গোলে সমান থাকায় ট্রাইবেকারে কালিয়াকৈর আদিবাসী ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে মহানন্দ ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী দল হিসেবে জয়ী হন কালিয়াকৈর কোচ আদিবাসী ফুটবল একাদশ।
পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির শ্রম-বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজীপুর-১ আসনের জনসাধারণের আস্থা জনাব মো. হুমায়ুন কবির খান।