নড়াইলে প্রধান শিক্ষকের ওপর হামলা
- আপডেট টাইম : ০১:২১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ২৫৪ ৫০০০.০ বার পাঠক
নড়াইল প্রতিনিধি।।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার প্রধান শিক্ষক শেখ হাসান মাহমুদের ওপর হামলা হয়েছে। গত শুক্রবার রাত সড়ে ১১টার দিকে বাড়ির পাশের রাস্তায় তাঁকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। হাসান মাহমুদ (৩৫) দিঘলিয়া ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। তিনি ওই ইউনিয়নের নোয়াগ্রাম সপ্তপল্লী নিম্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কোপানোর সময় তাঁর সঙ্গে ছিলেন চাচতো ভাই তৌকির আহমেদ। তিনি জানান, তাঁর পেছনে ছিলেন হাসান। হামলকারীরা তাঁকে পেছন দিক থেকে তাঁর মাথায় কুপিয়ে পলিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তবে কেন তাঁকে কোপানো হয়েছে এ বিষয়ে ধারণা করতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।