মোংলায় ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
- আপডেট টাইম : ০৩:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
- / ৪৭ ৫০০০.০ বার পাঠক
বৈষম্য দুর করে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন মোংলা উপজেলার শিক্ষকরা।
বৃহস্পতিবার ( ০৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মোংলা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ, মোংলা উপজেলা শাখা।
এ মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাস একজন সরকারি কর্মচারী গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পান। অথচ অনার্স-মাস্টার্স পাস করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৩’তম গ্রেডের বেতন পান। এটা চূড়ান্ত অসম্মানজনক। এ বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেই কারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০’ম গ্রেডে উন্নীত করার জোর দাবি জানান তারা।
এ মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি প্রথমিক বিদ্যালয়ের মোংলা উপজেলা কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আসমা খাতুন, সমন্বয় মাহমুদা সুলতানা, বায়েজিদ হোসাইন, নূর আলম জোমাদ্দার প্রমুখ।
এ মানববন্ধনের পরবর্তীতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।