বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা
- আপডেট টাইম : ০৬:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ১১০ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন মহাসড়কটি ব্যবহারকারী গণপরিবহনের যাত্রী এবং পথচারীরা।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
আন্দোলনকারী শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ গত তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছেন। শ্রমিকরা কয়েক দফা মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসলেও বিষয়টি সমাধান না হওয়ায় তারা প্রথমে কারখানাটির মূল ফটকের সামনে অবস্থান নেয়, পরবর্তীতে তাদের দাবি মেনে না নেওয়ায় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা অবরোধ করে রাখেন।
কারখানার শ্রমিকরা আরও বলেন, গত তিন মাস কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন পরিশোধ করছে না, একের পর এক সময় দিয়ে আমাদের ঘুরিয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়েই মহাসড়ক অবরোধ করেছি।
এদিকে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারী শ্রমিকদের সাথে আলোচনা করে অবরোধ তুলে নিতে বললেও শ্রমিকরা তা মানতে রাজি হননি।
পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে দুপুর সাড়ে বারোটার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।