ফুলবাড়ীতে ওসি’র বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

- আপডেট টাইম : ০৫:৪২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ১০২ ১৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ীতে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
বিকেল পাঁচটায় শহরের নিমতলা মোড়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে ফুলবাড়ীর বিভিন্ন স্কুল-কলেজ,ইউনিভার্সিটির শিক্ষার্থী ও সাধারণ জনতা।
মানববন্ধনে বক্তব্য রাখেন,
ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাফসান সাদিক,রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা আশা,বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অলি আহমেদ,আদিবাসী নেতা সোলেমান মার্ডি সহ অনেকেই।
বক্তারা বলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সার্বিকভাবে সহযোগিতা করে গেছেন এবং সবসময় ছাত্রদের পাশে ছিলেন।
ফুলবাড়ীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেননি।
এমন একজন অফিসার ইনচার্জ এর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
তিনি ফুলবাড়ীতে আরো কিছুদিন থাকলে ফুলবাড়ীর মানুষ সেবা পাবে বলেও দাবি করেন শিক্ষার্থীরা।