নবাবগঞ্জে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট টাইম : ০৯:০১:০৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ১৩ ৫০০০.০ বার পাঠক
মর্যাদপূর্ন বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গলবার (১ অক্টোবর )আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি শেষে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আয়োজনে উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। কুশদহ ষস্টীপাড়া বিজলী প্রবীণ ক্লাবের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ইউ,পি চেয়ারম্যান আনোয়ারুল আজিম, ও বিশেষ অতিথি হিসেবে ইউ,পি সদস্য মাবের আলী, ইকরামুল হক, কারিতাসের দিনাজপুর অঞ্চলের জুনিয়র কর্মসুচী বিনয় কুজুর প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে নারী ফোরামের ৪ জনকে সেলাই প্রশিক্ষন ও ২ জনকে কম্পিউটার প্রশিক্ষনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় । সবশেষে কুশদহ ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করা হয়েছে।