মোংলায় সাংবাদিকদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর- গাজী মোনাওয়ার হুসাইন তামিমের মতবিনিময় সভা
- আপডেট টাইম : ১২:৫৬:৫২ অপরাহ্ণ, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৬৫ ৫০০০.০ বার পাঠক
মোংলায় সাংবাদিকদের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর- গাজী মোনাওয়ার হুসাইন তামিমের মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেছেন, আমাদের এখন মুল লক্ষ্য হচ্ছে জুলাই-আগস্টে সারাদেশব্যাপী যে গণহত্যা চলেছে, সেই বিচারকে ত্বরান্বিত করা। সেই বিচারের যে এভিডেন্স আছে তা সংরক্ষণ করা। আমরা ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশের ডিসিকে চিঠি পাঠিয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য সংগ্রহে। এ তথ্য তাঁজা থাকা অবস্থায় তারা যেন এগুলো প্রেরণ করেন। তাই আমার নিজ জেলা বাগেরহাট থেকেই স্থানীয় তদন্ত শুরু করেছি। এজন্যই এ এলাকায় এসেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সার্বিক খোঁজ খবর নিতে। শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটের সময় হোটেল পারিজাতে মোংলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার সকাল থেকে তিনি মোংলা, মোড়েলগন্জ ও শরণখোলার নিহত এবং আহতদের পরিবারগুলোর বাড়ি বাড়ি যান। তাদেরকে স্বান্তনার পাশাপাশি শহীদ তালিকায় নাম অন্তর্ভুক্ত ও সাহায্য-সহযোগীতে প্রদাণে রাষ্ট্রের পক্ষ থেকে আশ্বস্ত করেন তিনি। আনসার বিপ্লবে চিলা ইউনিয়নে যিনি শহীদ হয়েছেন তাকে রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে অন্তর্ভুক্তি করার জন্যও তিনি রাষ্ট্রের কাছে সুপারিশ করবেন বলে জানান । সেই সাথে তিনি প্রত্যেকটি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সকলকে তথ্য দিয়ে সহযোগীতার আহবান জানান। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।