ফুলবাড়ীতে মহানবী (সা:)কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- আপডেট টাইম : ০৪:৫৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৬৩ ৫০০০.০ বার পাঠক
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে অবমাননা কর বক্তব্য প্রদান ও বিজেপি বিধায়ক নিতেশ রানা সেই অবমাননাকে সমর্থন করায় তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার)বাদ জুমা ফুলবাড়ী নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ফুলবাড়ী তৌহিদি জনতার ব্যানারে,
ফুলবাড়ীর আপামর তৌহিদী জনতার একটি বিশাল মিছিল বের হয়।মিছিলটি ফুলবাড়ী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মসজিদের সামনে এসে জমায়েত হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সাংবাদিক আলামিন বিন আমজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত উল্লাহ, কানাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু মুসা মোহাম্মদ, শিক্ষা সচিব মুফতি নাজিবুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন,বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিক,এস এম নাজিব।বক্তারা জানান,পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ(সাঃ) কে যারা অবমাননা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।অন্যথায় যেভাবে ভারতের মুসলিমরা বোম্বাই অভিমুখে লংমার্চ করেছে ঠিক অনুরূপভাবে পুরো বিশ্বের মুসলমানরা ভারত অভিমুখী লংমার্চ করবে ইনশাআল্লাহ।