ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
- আপডেট টাইম : ০৩:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৩ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে
আজ বৃহস্পতিবার দুপুরে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক ইসরাত ফারজানা।
সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক আবদুল লতিফ, গোলাম সারোয়ার সম্রাট, নাজমুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা, জেলা প্রশাসককে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনার বিষয়ে আলোচনা করেন এবং সমাধান কল্পে নানা সুপারিশ মালা তুলে ধরেন।
সভায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে অবৈধ জমি দখল, মাদক প্রতিরোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক, শিক্ষা ও হাসপাতালের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথা তুলে ধরেন জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
নিয়মের বাইরে কেউ কাজ করলে তাকে কোন প্রকার প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক। অন্যদিকে ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোলেমান আলী (রাজস্ব), উপ পরিচালক সরদার মোস্তফা শাহিন (স্থানীয় সরকার ভারপ্রাপ্ত)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।