গাজীপুরের কাশিমপুরে চলছে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি
- আপডেট টাইম : ০৬:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৭১ ৫০০০.০ বার পাঠক
আর ক দিন পরেই শুরু হবে সনাতন ধর্মল্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। সারা দেশের মত গাজীপুরের কাশিমপুরেও শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে রং তুলির কাজ । জাকজমক পূর্ণ আয়োজনের মাধ্যমে এ পূজা উদযাপন হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
পূজা ঘনিয়ে আসায় রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরীর কারিগর ও পূজা কমিটির সদস্যরা।
সরেজমিনে বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে জানা যায়, সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আর মাত্র কয়েকদিন, তাই পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি আর সাজসজ্জার কাজ। প্রতিটি পূজা মণ্ডপে প্রতিমা বানানোর কাজ শেষ। এখন রঙ তুলির আঁচড়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমার কারিগররা ব্যস্ত সময় পার করছেন। তবে প্রতিমা তৈরীর বিভিন্ন সরঞ্জামের দাম বৃদ্ধিতে সঠিক মূল্য পাচ্ছে না বলে জানান প্রতিমা তৈরীর কারিগররা।।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পাশাপাশি আনসার সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনি ২৪ ঘন্টায় নিরাপত্বায় নিয়োজিত থাকবে।
এমনটাই জানিয়েছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হাসান জাহিদ