পীরগঞ্জে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
- আপডেট টাইম : ১০:৫৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৬ ৫০০০.০ বার পাঠক
পীরগঞ্জে বৈষম্য দূরীকরণে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ অন্যন্য দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মুল ফটকের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পীরগনজ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি মফিজুল হক, বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মাদ আলম, গদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাওসার আলী, ভামদা সিনিয়র ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ আলম, গুয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম প্রমুখ। বক্তব্যে, বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন ও জাতীয়করণ পূর্ব পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানান তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করে কর্মসূচি সমাপ্ত করা হয়।