নবাবগঞ্জে ফলবাগানে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির উপর কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৯:৪৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৮ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের নবাবগঞ্জে ফলবাগানে ফ্রুট ব্যাগিং প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে কর্ম- সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ ) এর সহযোগিতায় , বাস্তবায়নে গ্রাম বিকাশ কেন্দ্র জিবিকের আয়োজনে তাদের উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারন ও বাজার জাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় উপজেলার কুশদহ ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার উপস্থিত ছিলেন। মাঠ দিবসে উপস্থিত কৃষকদের ফ্রুট ব্যাগিং প্রযুক্তির ব্যবহার, উপকারিতা ও কৃষি যান্ত্রীকরণের সুফল সম্পর্কে অবহিত করা হয়। এ সময় গ্রাম বিকাশ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক আ ন ম খালিদ সরকার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, মোহাম্মদ আলী সিদ্দিকী, মাহফুজ আলম, মামনুর রশীদ কৃষক মোফাখ্খারুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।