কুমিল্লা জেলা’র কোতয়ালী থানা’ধীন খেতাসার রিয়েল বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিতো হয়েছে ৭ম ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ।
- আপডেট টাইম : ০৭:২৯:১০ অপরাহ্ণ, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ এর কুমিল্লা জেলা’র কোতয়ালী থানা’ধীন আদর্শ সদর উপজেলা’র ৩ নং দূর্গাপুর দক্ষীন মডেল ইউনিয়ন পরিষদ এলাকা’র – খেতাসার গ্রাম – এর – খেতাসার সরকারী প্রাথমিক বিদ্যালয় – এর – মাঠে ২০’শে সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে শুক্রবার রাত ৯:০০ টায় খেতাসার রিয়েল বয়েজ ক্লাব ও খেতাসার যুব সমাজ কর্তৃক আয়োজিতো হয়েছিলো মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। উক্ত খেলা’য় অংশগ্রহণ করেছে সুজন একাদশ বনাম নাঈম একাদশ। উক্ত খেলা’য় (২-০) গোলে বিজয়ী হয়েছে – সুজন একাদশ, রানার্সআপ হয়েছে – নাইম একাদশ। উক্ত অনুষ্ঠানটি সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করা’র জন্য – শুরু থেকে শেষ পর্যন্ত শ্রম দিয়েছিলো – হৃদয়, সুজন, নাইম, সাইদুল, মাইনুদ্দিন, আলামিন, জুম্মন, সহ আরো অনেকে। উক্ত ফাইনাল ম্যাচ’য়ে প্রধান অতিথি ছিলো – মোঃ আলী আশরাফ বি,এ (মদিনগর), আরো উপস্থিত ছিলো – মোঃ তারেকুল ইসলাম (ধর্মপুর), মোঃ তাজুল ইসলাম (খেতাসার), মোঃ মামুন (মদিনগর), মোঃ পলাশ ভাই (রাজাপুর), মোঃ তুষার (ধর্মপুর), মোঃ আনিস (খেতাসার), দিপু (খেতাসার) সহ আরো অনেকে। শ্রম দিয়েও ব্যস্ততা’র কারণে উপস্থিত হতে পারেনি – বরকত উল্লাহ, মাসুদ করিম মোহন, সাদেকুল ইসলাম, কাজী সজিব (উজালা হোটেল), মনির ভূঁইয়া সহ আরো অনেকে। উক্ত খেলা’য় প্রধান রেফারি ছিলো – মনিরুল ইসলাম বাদল, লাইসম্যান’দ্বয় ছিলো – শাহজাহান ও ইউসুফ।