নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
- আপডেট টাইম : ০৩:৪১:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৬১ ৫০০০.০ বার পাঠক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রাধিকা সড়কে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি উল্টে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে নবীনগরের ওয়ারুক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুক্কুর খান (৫৫) নবীনগর উপজেলার বগডহর গ্রামের ফুল মিয়ার ছেলে।
আহতরা হলেন লাপাং গ্রামের সিদ্দিক মিয়া (৭৫), আলমনগর গ্রামের ফরিদা বেগম (৬০) ও লহরী গ্রামের বিলকিস বেগম (৪২)।
জানা যায়, রোববার বিকেলে শুক্কুর খান তার আত্মীয় সিদ্দিক মিয়াকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে চিকিৎসা শেষে সিএনজিযোগে নবীনগরে ফেরার পথে রওয়ানা হন। নবীনগর-রাধিকাসড়কের ওয়ারুক গ্রামে আসার পরপরই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এ সময় সিএনজিটি ছিটকে খাদে পড়ে যাই। সিএনজিতে থাকা শুক্কুর খান ও অন্যরা গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় শুক্কুর খানকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত শুক্কুর খানের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবির জানান, পুলিশ লাশ উদ্ধার করে রাত ৮টায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে এবং ঘটনাস্থল থেকে মাইক্রোবাস জব্দসহ চালক লিটন ঘোষকে (৪৫) আটক করা করে। নিহতের স্ত্রী হাসানা বানু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকাবাসী জানান, এই সড়কে বেপরোয়াভাবে গাড়ি চলার কারণে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা।