মোংলায় জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৯:০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৯ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার উদ্যোগে ২১ শে সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বঙ্গবন্ধু মহিলা কলেজ অডিটোরিয়ামে কর্মী শিক্ষা শিবিরের আয়োজন করা হয়। উক্ত কর্মী শিক্ষা শিবিরে দুনিয়া ও আখিরাতে মুমিনগণের করনীয় বিষয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনুস আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ্যাড: মাও: শেখ আঃ ওয়াদুদ, বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাও: রেজাউল করীম, বাগেরহাটের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর মাও: মশিউর রহমান খান, জেলা সহকারী সেক্রেটারী মাও: মিজানুর রহমান মল্লিক, বাংলাদেশ জামায়াত ইসলামী মোংলা পৌর নায়েবে আমীর মাও: মো: মনিরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী ও সমাপনী বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর আমীর এম, এ বারী। উক্ত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জামায়াত ইসলামী মোংলা পৌর সেক্রেটারি এ্যাড: মো: হোসেনসহ বাংলাদেশ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের শত শত নেতা কর্মীরা।