ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা ৫২ নিউজ ডটকম এর ৯ম বর্ষপূর্তি আজশনিবার সকাল দশটায় পিরোজপুর মঠবাড়িয়ায় উদযাপিত হয় কোনাবাড়িতে বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া: আতঙ্কে ওই এলাকার সাধারণ মানুষ

আজমিরীগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ  স্যানিটেশন প্রকল্পের আওতাধীন ৮ টি শৌচাগার নির্মাণে অনিয়ম

মোঃ আংগুর মিয়া আজমিরীগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট টাইম : ০৬:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭৭ ৫০০০.০ বার পাঠক

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  বাংলাদেশের ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় আজমিরীগঞ্জ পৌরসভায় ১০ টি শৌচাগারের মধ্যে  ৮ টি শৌচাগার  করা হলেও নির্মানে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। সরজমিন গিয়ে দেখা  যায়, আজমিরীগঞ্জ পৌরসভার ১০ টি শৌচাগার নির্মাণের জন্য প্রায় ৭৫ লক্ষ টাকার বরাদ্দ দেয় প্রকল্প পরিচালক। আজমিরীগঞ্জ পৌরসভার ১০ টি শৌচাগারের মধ্যে  ৮ টির কাজ সম্পন্ন হলেও , এতে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে ,আজমিরীগঞ্জ পৌরসভাধীন কারখানা মাদ্রাসায় একটি কমিউনিটি টয়লেটের সাইডের এপ্রোনগুলো হ্যান্ডওভারের পূর্বেই ভেঙে পড়েছে,এবং এইগুলোতে ইস্টিমিট অনুযায়ী কমেট,টাইলস, স্যানিটারী পাইপ নিম্ন মানের দেওয়া হয়।গরু হাটা পাবলিক টয়লেটে ড্রয়িং অনুযায়ী পাবলিক টয়লেটের মলের পিট এবং এপ্রোনের নিচে ৩ ইঞ্চি ইটের সলিং দেওয়া হয়নি।যার ফলে এপ্রোনগুলো ভেঙে যাচ্ছে।পাবলিক টয়লেটের  আস্তরগুলো ফেটে যাচ্ছে, ও ইলেক্ট্রিক কাজের মধ্যে প্রায় অর্ধেকই লাইট লাগানো হয়নি, নিম্ন মানের রং ব্যবহার করা হয়েছে। ইস্টিমিড অনুযায়ী টাইলস,লো কমেট,হাই কমেট,বিপ কক,এংগেল কক,বেসিন,সাবান দানি,টিস্যু বক্স করা হয়নি।সবক্ষেত্রেই নিম্ন মানের ব্যবহার করা হয়। পৌরসভার  আজিমনগর  লম্বাহাটি, রবিদাস পাড়া, লঞ্চঘাট, নগর মসজিদ, বাঁশ মহাল মসজিদ, নিগমানন্দ আশ্রমে সহ সব জায়গায় একই অনিয়ম পাওয়া যায়। আজমিরীগঞ্জ পৌরসভার ৮টি শৌচাগারে একই অনিয়ম দেখা যায়। আজমিরীগঞ্জ পৌরসভার ৮টি শৌচাগারের কাজটি পায় গ্রীনডট কোম্পানি লিমিটেড, তত্ত্বাবধানে  আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী।

প্রকল্প ম্যানেজার মোঃ শাহীন মিয়া জানান,বুঝলাম না ভাই আপনি কি বলেন,কোন রকমের প্রবলেম হলে,পৌরসভা ও পিডি অফিসের অনুমতি নিয়ে কাজ করতে হয়।

আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী রবিউল এর দেখাশোনা করেন। এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল আলম এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি বলেন আমার জানা মতে, আজমিরীগঞ্জ উপজেলায় যা কাজ হয়েছে, সবচেয়ে পৌরসভার কাজ ভাল হয়েছে। শৌচাগারের কাজের ইস্টিমিটে যা যা দরা ছিল সবই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেব।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আজমিরীগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ  স্যানিটেশন প্রকল্পের আওতাধীন ৮ টি শৌচাগার নির্মাণে অনিয়ম

আপডেট টাইম : ০৬:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  বাংলাদেশের ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় আজমিরীগঞ্জ পৌরসভায় ১০ টি শৌচাগারের মধ্যে  ৮ টি শৌচাগার  করা হলেও নির্মানে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। সরজমিন গিয়ে দেখা  যায়, আজমিরীগঞ্জ পৌরসভার ১০ টি শৌচাগার নির্মাণের জন্য প্রায় ৭৫ লক্ষ টাকার বরাদ্দ দেয় প্রকল্প পরিচালক। আজমিরীগঞ্জ পৌরসভার ১০ টি শৌচাগারের মধ্যে  ৮ টির কাজ সম্পন্ন হলেও , এতে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে ,আজমিরীগঞ্জ পৌরসভাধীন কারখানা মাদ্রাসায় একটি কমিউনিটি টয়লেটের সাইডের এপ্রোনগুলো হ্যান্ডওভারের পূর্বেই ভেঙে পড়েছে,এবং এইগুলোতে ইস্টিমিট অনুযায়ী কমেট,টাইলস, স্যানিটারী পাইপ নিম্ন মানের দেওয়া হয়।গরু হাটা পাবলিক টয়লেটে ড্রয়িং অনুযায়ী পাবলিক টয়লেটের মলের পিট এবং এপ্রোনের নিচে ৩ ইঞ্চি ইটের সলিং দেওয়া হয়নি।যার ফলে এপ্রোনগুলো ভেঙে যাচ্ছে।পাবলিক টয়লেটের  আস্তরগুলো ফেটে যাচ্ছে, ও ইলেক্ট্রিক কাজের মধ্যে প্রায় অর্ধেকই লাইট লাগানো হয়নি, নিম্ন মানের রং ব্যবহার করা হয়েছে। ইস্টিমিড অনুযায়ী টাইলস,লো কমেট,হাই কমেট,বিপ কক,এংগেল কক,বেসিন,সাবান দানি,টিস্যু বক্স করা হয়নি।সবক্ষেত্রেই নিম্ন মানের ব্যবহার করা হয়। পৌরসভার  আজিমনগর  লম্বাহাটি, রবিদাস পাড়া, লঞ্চঘাট, নগর মসজিদ, বাঁশ মহাল মসজিদ, নিগমানন্দ আশ্রমে সহ সব জায়গায় একই অনিয়ম পাওয়া যায়। আজমিরীগঞ্জ পৌরসভার ৮টি শৌচাগারে একই অনিয়ম দেখা যায়। আজমিরীগঞ্জ পৌরসভার ৮টি শৌচাগারের কাজটি পায় গ্রীনডট কোম্পানি লিমিটেড, তত্ত্বাবধানে  আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী।

প্রকল্প ম্যানেজার মোঃ শাহীন মিয়া জানান,বুঝলাম না ভাই আপনি কি বলেন,কোন রকমের প্রবলেম হলে,পৌরসভা ও পিডি অফিসের অনুমতি নিয়ে কাজ করতে হয়।

আজমিরীগঞ্জ জনস্বাস্থ্য উপ- সহকারী প্রকৌশলী রবিউল এর দেখাশোনা করেন। এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল আলম এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি বলেন আমার জানা মতে, আজমিরীগঞ্জ উপজেলায় যা কাজ হয়েছে, সবচেয়ে পৌরসভার কাজ ভাল হয়েছে। শৌচাগারের কাজের ইস্টিমিটে যা যা দরা ছিল সবই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যাবস্থা নেব।