র্যাব-১৩ অভিযানে ৩০০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক

- আপডেট টাইম : ০৫:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ১০০ ১৫০০০.০ বার পাঠক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী,সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, ছিনতাইকারী,ডাকাত,
চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে দিনাজপুর ফুলবাড়ী-বিরামপুর মহাসড়কে অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারি সহ ৩০০শত বোতল ফেন্সিডিল ও একটি বালুবাহী ট্রাক্টর জব্দ করেছে।
আটকৃত মাদক কারবারিরা হলেন,আশরাফুল আলম ও তার সহযোগী তুহিন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় স্বীকার করে যে,দীর্ঘদিন যাবত তারা রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।