জশৃনে জুলুস কালিয়াকৈরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
- আপডেট টাইম : ০২:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৬ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরে কালিয়াকৈর হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়।
কালিয়াকৈর উপজেলা পীর মাশায়েখ সংগঠনের উদ্যোগে। সোমবার সকাল দশটায় শুভাযাত্রা,আলোচনা, মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার আহম্মেদ। উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে কালিয়াকৈর বাসস্ট্যান্ড, বাজার, মুক্তিযোদ্ধা মার্কেট,ফুলবাড়িয়া রোড চত্বর ঘুরে শেষে মডেল মসজিদ প্রাঙ্গনে সভায় মিলিত হয়। কালিয়াকৈর উপজেলা পীর মাশায়েখ সংগঠনের সভাপতি মৌঃ মোঃ আমিনুল ইসলাম আল কাদরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুর্শেদ নগর দরবারে পীর সায়েদুল মাওলা আব্দুল হাকিম জিহাদী নক্সবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপজেলা সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কুতুবদিয়া দরবারের ফকির শাহ মোহাম্মদ আজিজুর রহমান,কালিয়াকৈর উয়ায়েছি দরবারের পীর শাহ আশেক মুর্শেদ উয়ায়েসী, কুন্দাঘাটা দরবারের পীর আবু তায়েব মৃধা, ওয়াজেদ শাহ ফকির,মুসাবীয়া দরবারের আল মামুন, খন্দকার সৌরভ আল কাদরী,দিঘীবাড়ী কাঙ্গালী দরবারে পীর মোঃ নাজিমউদ্দিন ফকির, শিপলু বকশী,সাংবাদিক মীর সোহেল মিয়া, সাংবাদিক প্রীয় আলমগীর, আব্দুর রশীদ প্রমুখ।বক্তারা হযরত মুহাম্মদ মোস্তাফা (সাঃ) এর জন্মবৃত্তান্ত তুলে ধরে আলোচনা করেন,সেই সাথে পীর ওলীদের মাজার ভাংগার প্রতিবাদ ও নিন্দা জানান।পরে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।