পীরগঞ্জে মাদক সেবনে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
- আপডেট টাইম : ১১:০৯:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৩ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবনে গিয়ে এক বন্ধুর চুরিকাঘাতে অপর বন্ধু খুন হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার থুমনিয়া শালবনের ভিতরে নেশা খেতে যায় রাসেল ও শহীদ নামে দুই বন্ধু। ওই সময়ে নেশাগ্রস্ত অবস্থায় কথা কাটাকাটির জের ধরে শহীদ হোসেন নামের বন্ধু অপর বন্ধু রাসেল কে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এতে ঘটনাস্হলেই রাসেলের মৃত্যু হয়। পরে খুনি শহীদ নিজেই পুলিশকে ফোন দিয়ে দ্বায় স্বীকার করে আত্মসমর্পন করে। পুলিশ রাতেই শহীদ কে নিয়ে মরদেহের সন্ধানে ওই শালবনে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও মরদেহ না পেয়ে ফিরে আসে। শনিবার সকালে ওই এলাকার এক কৃষক শালবনের পাশে ধানক্ষেত পরিচর্যা করতে গিয়ে লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাসেলের মরদেহ উদ্ধার করে। মৃত রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার কাবডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আর খুনি একই উপজেলার জরি নারায়নপুর গ্রামের আজিজুলের ছেলে। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান আটক খুনি শহীদ কে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।