সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন
- আপডেট টাইম : ১১:৪১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৬ ৫০০০.০ বার পাঠক
সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের উপর করা মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা।
উক্ত মানববন্ধনে কালিয়াকৈর প্রেস ক্লাব, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাব এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সাংবাদিকদের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, সংবাদকর্মীরা জাতির দর্পণ হিসেবে কাজ করে থাকেন, অথচ তাদের উপর হামলা ও মিথ্যা হয়রানি মূলক মামলা দুঃখজনক ঘটনা। অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন, সরকার আব্দুল আলীম (যুগান্তর), এম তুষারী (সমকাল), মাসুদ রানা (প্রথম আলো), মাহাবুব হাসান মেহেদী (কালের কণ্ঠ), এমারত হোসেন (যায়যায়দিন), শহিদুল ইসলাম(সংবাদ) প্রমুখ ।
বক্তারা দাবি করেন, সাংবাদিকদের উপর হামলা বন্ধ করতে হবে এবং মিথ্যা মামলাগুলো যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, গত (২৬ আগস্ট) কোনাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে এক ছাত্র পুলিশের গুলিতে নিহতের ঘটনায় চারজন সাংবাদিকের নাম উল্লেখ করে মামলা করা হয়।