পীরগঞ্জে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

- আপডেট টাইম : ১০:০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১২৭ ১৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা ও এলাকাবাসীর আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পূর্ব চৌরাস্তায় “জেগে উঠো ঠাকুরগাঁওবাসী, সবার মুখে ফুটবে হাসি” এই স্লোগানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনববন্ধনে অংশ নেন। বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির বাবলুর রশিদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, ৯ নং সেনগাঁও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল প্রমুখ। বক্তারা বলেন তরুণ প্রজন্ম থেকে শুরু করে কলেজ সহ বিভিন্ন স্কুলের খুদে শিক্ষার্থীরাও এমনকি মেয়ে শিক্ষার্থীরা পর্যন্ত এই ভয়ংকর মাদকের সাথে জড়িয়ে পড়েছে। যেই মাদক মস্তিষ্কের বিকৃতি ঘটিয়ে মানুষের স্বাভাবিক চিন্তা চেতনাকে বাধাগ্রস্ত করে অস্বাভাবিক করে তোলে মাদকসেবীর জীবন সহ পরিবার পর্যন্ত ধ্বংস করে ফেলে সেই ধ্বংসাত্মক মাদক থেকে পরিত্রাণের জন্য প্রশাসন সহ সকল কে কার্যকরী ভূমিকা পালনের জন্য জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। সাধারণ ছাত্র-জনতা ও এলাকাবাসী এবং বিশেষ করে প্রশাসন তৎপর থাকলে মাদক সহ সকল প্রকার দুর্নীতি ও অনিয়ম নির্মূল করা অবশ্যই অবশ্যই সম্ভব বলে মনে করেন বক্তারা।