ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
সরকারি রাস্তা আওয়ামী লীগ নেতার দখলের চেষ্টা।এই বিষয়ে সময়ের কন্ঠস্বরে নিউজ প্রকাশের পর এসিল্যান্ডের নিষেধাজ্ঞা ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সমগ্র বাংলাদেশ) পাকুন্দিয়া উপজেলা শাখা কমিটির সকলকে সনদ প্রদান ও আলোচনা সভা ২৫২ বছরের ইতিহাসে চট্টগ্রামে এই প্রথম নারী ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের পদায়ন ফরিদা খানম গাজীপুর জেলা মহানগর কাশিমপুরে স্বাধীন মত প্রকাশের জেরে থানার ওসির নেতৃত্বে একাধিক সাংবাদিকের নামে মিথ্যা মামলা আজমিরীগঞ্জ পৌর এলাকার গন্জেরহাটি গ্রামের সরকারি রাস্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রনব বনিকের দখলের চেষ্টা নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান চট্টগ্রামে জনতা ব্যাংক সিবিএ নেতা আফসার আ.লীগের আমলে দাপট দেখিয়ে এখন বিএনপি নিয়োগ, বদলি, চাঁদাবাজি করে কামিয়েছেন টাকা মহারাষ্ট্রে ভূমিধস জয়ের পথে বিজেপি জোট, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’ পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু জুলাই বিপ্লবে আহত বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের ছেলে মো. বাবুকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ড

গাজীপুরে একাধিক কারখানার শ্রমিকদের বিক্ষোভ: মহাসড়ক অবরোধ

মোঃ ফরিদ আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি (গাজীপুর)
  • আপডেট টাইম : ০৮:১৯:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৭১ ৫০০০.০ বার পাঠক

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, জেলার সদর উপজেলার বিকেবাড়িসহ বিভিন্ন এলাকায় চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে অন্তত ১১টি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় কয়েকটি কারখানায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে দীর্ঘ যানজটে পড়েন যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ইন্টারস্টাফ অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার সামনে চাকরিপ্রার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় প্রায় আধা ঘন্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

চাকরিপ্রার্থীরা ইন্টারস্টাফের বিরুদ্ধে অভিযোগ করে জানান, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘ সময় অপেক্ষায় রেখে তাদের নতুন করে কোনো পুরুষ শ্রমিক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত জানায়। কারখানাটি শুধুমাত্র নারী শ্রমিকদের নিয়োগ দিয়ে আসছে এবং পুরুষদের বঞ্চিত করছে। এক পর্যায়ে চাকরি না পাওয়ায় বিক্ষোভে উত্তেজিত হয়ে চাকরি প্রার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এবং কারখানার দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় কারখানার ভেতরে থাকা শ্রমিকরাও ছাদ থেকে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং কারখানায় কর্মরত শ্রমিকদের কারখানার ভেতরে ফেরত পাঠানো হয়।
এই ঘটনায় পল্লী বিদ্যুৎ এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং পরবর্তীতে কোনো ধরনের পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানোসহ ২১ দফা দাবিতে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউক্যাল নামের ঔষধ কারখানার শ্রমিকরা কর্মবিরতি করে আন্দোলনে নামে। এ সময় শ্রমিকরা কারখানা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে ১১ টার দিকে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসেন শ্রমিক প্রতিনিধিরা।

এ ছাড়াও বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে টঙ্গী বাজার এলাকায় বিক্ষোভ করে বাটা সু কোম্পানির শ্রমিকরা। এদিকে গাজীপুরের ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মাসট্রেড ইন্টারন্যাশনাল পোশাক কারখানার শ্রমিকদেরও বিক্ষোভ করতে দেখা গেছে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে একাধিক কারখানার শ্রমিকদের বিক্ষোভ: মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ০৮:১৯:০৪ পূর্বাহ্ণ, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ, জেলার সদর উপজেলার বিকেবাড়িসহ বিভিন্ন এলাকায় চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে অন্তত ১১টি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় কয়েকটি কারখানায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে দীর্ঘ যানজটে পড়েন যাত্রীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ইন্টারস্টাফ অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার সামনে চাকরিপ্রার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় প্রায় আধা ঘন্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

চাকরিপ্রার্থীরা ইন্টারস্টাফের বিরুদ্ধে অভিযোগ করে জানান, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘ সময় অপেক্ষায় রেখে তাদের নতুন করে কোনো পুরুষ শ্রমিক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত জানায়। কারখানাটি শুধুমাত্র নারী শ্রমিকদের নিয়োগ দিয়ে আসছে এবং পুরুষদের বঞ্চিত করছে। এক পর্যায়ে চাকরি না পাওয়ায় বিক্ষোভে উত্তেজিত হয়ে চাকরি প্রার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এবং কারখানার দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় কারখানার ভেতরে থাকা শ্রমিকরাও ছাদ থেকে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং কারখানায় কর্মরত শ্রমিকদের কারখানার ভেতরে ফেরত পাঠানো হয়।
এই ঘটনায় পল্লী বিদ্যুৎ এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং পরবর্তীতে কোনো ধরনের পুনরাবৃত্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, সদর উপজেলার বিকেবাড়ি এলাকায় চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানোসহ ২১ দফা দাবিতে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউক্যাল নামের ঔষধ কারখানার শ্রমিকরা কর্মবিরতি করে আন্দোলনে নামে। এ সময় শ্রমিকরা কারখানা ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে ১১ টার দিকে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসেন শ্রমিক প্রতিনিধিরা।

এ ছাড়াও বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে টঙ্গী বাজার এলাকায় বিক্ষোভ করে বাটা সু কোম্পানির শ্রমিকরা। এদিকে গাজীপুরের ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মাসট্রেড ইন্টারন্যাশনাল পোশাক কারখানার শ্রমিকদেরও বিক্ষোভ করতে দেখা গেছে।