হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরা ফেরা করলেও গ্রেফতার করছে না পুলিশ
- আপডেট টাইম : ০৫:৫০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ১১১ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগরের ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ভূমিদস্যু সাইজুদ্দিন মোল্লাসহ তার ভাই ইদ্রিস মোল্লা গংদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় (৫ আগস্ট) নির্দেশা, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে কোনাবাড়ীতে এক ছাত্রকে হত্যা করার অভিযোগের ভিত্তিতে তাদের নামে হত্যা মামলা দায়ের হয়েছে।
বিগত কয়েকদিন অতিবাহিত হলেও উল্লেখিত এই ভূমিদস্যু, হত্যা মামলার আসামি সাইজুদ্দিন মোল্লাসহ তার ভাই ইদ্রিস মোল্লা প্রকাশ্যে ঘুরা ফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করতেছে না। আওয়ামী লীগের এই নেতা ছাত্র হত্যা মামলার আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লা ইতিমধ্যে তার নিজের বাড়িতে ডাকাতির হওয়ার মিথ্যা নাটক সাজিয়ে স্থানীয় কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান এলাকাবাসী।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীকে হত্যা মামলার আসামি হয়ে থানায় উপস্থিত হওয়ার পরও কেন গ্রেফতার হলোনা, এই বিষয়ে স্থানীয় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে এই ভূমিদস্যু সাইজুদ্দিন মোল্লাসহ তার ভাই ইদ্রিস মোল্লা গংদের বিরুদ্ধে জমি দখল, ভূয়া দলিল তৈরি, এবং ঐ এলাকায় একক প্রভাব বিস্তারের বহু অভিযোগ থাকলেও, তাদের ভয়ে কেউই মুখ খুলতে চাননি।
বর্তমানে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান , কাশিমপুর এলাকায় সাইজুদ্দিন মোল্লা, ইদ্রিস মোল্লা ও তাদের দোসরদের দাপটের সামনে আমরা নিরূপায় ছিলাম। এখনও তাদের ভয়ে কেউই মুখ খুলতে পারছিনা। কারণ, সাইজুদ্দিন মোল্লা গংদের নামে হত্যা মামলা থাকার পরও তারা প্রকাশ্যে ঘুরা ফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করতেছে না। এতেই বুঝা যায়, তাদের পেছনে অদৃশ্য শক্তির উৎস রয়েছে। যদিও সাইজুদ্দিন মোল্লা গংরা এই কাশিমপুর এলাকায় কয়েকটি পরিবারের মালিকানাধীন বিঘা’র বিঘা জমি জবরদখল করে ভোগ করে আসছে।
এই ভূমিদস্যু সাইজুদ্দিন মোল্লা গংদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ স্বরূপ কোন কথা বলতে চাইলে, সাথে সাথেই তার বিরুদ্ধে হামলা মামলা সহ বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয়েছে বলে জানান ভূক্তভোগী ভূমি মালিক।
এই ভূমিদস্যু সাইজুদ্দিন মোল্লাসহ তার ভাই ইদ্রিস মোল্লা গংদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও কেন এখন পর্যন্ত তাদের গ্রেফতার করতেছে পুলিশ এমন প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।
সাবেক কাউন্সিলর ভূমিদস্যু সাইজুদ্দিনের বাড়ি ও ব্যবসা-বাণিজ্যে কেউ কোন আঘাত করেনি। কিন্তু, কৌশল অবলম্বন করে নতুন ভাবে নাটকীয় কায়দায় বিভিন্ন লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিগত বছরগুলোর মতো নাটক সাজানোর চেষ্টা অব্যাহত আছে।অভিযোগ রয়েছে ১৫/১৬ বছর ধরে ভূমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে বহু লোককে হয়রানি ও বিভিন্ন ধরনের হেনস্থার নায়ক এই ভূমিদস্যু সাইজুদ্দিন মোল্লা।
স্থানীয়রা জানান, সাইজুদ্দিন মোল্লা গংরা ১৫/১৬ বছর আগে দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতো। ২০০৯ সালের দিকে আওয়ামী লীগের ছত্রছায়ায় বিভিন্ন মানুষের জমি দখল, চাঁদা আদায়সহ অপকর্ম করে হঠাৎ করে প্রচুর টাকার মালিক হয়েছেন। তাদের ভয়ে কেউই মুখ খুলতে রাজি না। যদি কেউ প্রতিবাদ স্বরূপ কোন কথা বলতে চাই, অদৃশ্য ভাবে তার নামে বিভিন্ন ধরনের মামলা হয়ে যায়। এছাড়াও শারীরিক হেনস্থার শিকার হতে হয় তাকে।
এ বিষয়ে জানতে কাশিমপুর ও কোনাবাড়ি থানার (ওসি) কে ফোন দিয়ে পাওয়া যায়নি