পীরগঞ্জে পারিবারিক ঘটনায় বিহাইর লাঠির আঘাতে অপর বিহাইর মৃত্যু হয়েছে
- আপডেট টাইম : ১১:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ৪৬ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পারিবারিক কলহের জেরে মারামারির একপর্যায়ে বিহাই সুশীল চন্দ্র রায়ের লাঠির আঘাতে আরেক বিহাই শ্রী সলি রায়ের (৪৬) মৃত্যু হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং ইউনিয়নের দানাজপুর গ্রামে। ঘটনা স্থলে গিয়ে জানা যায় দানাজপুর এলাকার সলি রায়ের পুত্র উত্তম চন্দ্র রায় একই এলাকার সুশীল চন্দ্র রায়ের কন্যা ইপা রানীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কিন্তু মেয়ের পরিবার ওই বিবাহ মেনে নিতে আপত্তি জানায়। বিষয়টি নিয়ে বিভিন্নভাবে সালিশ বৈঠকে বসেও কোন সুরাহা হয়নি। উত্তমের পিতা সলি রায় ও মেয়ের পিতা সুশীল চন্দ্র রায়ের সাথে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় মেয়ের পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে এসে ছেলের পিতা শলি রায় কে লাঠি দিয়ে বেদম মারপিট শুরু করলে ঘটনাস্থলে বিহাই সলি রায়ের মৃত্যু হয়। এ ঘটনায় বিহাই সুশীল চন্দ্র রায় ও তার পরিবার গা ঢাকা দিয়েছে। ৯নং ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করে থানায় নিয়ে আসে।