ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মোংলায় জলবায়ু ন্যায্যতার গণসংলাপে বক্তারা : সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের সুরক্ষা দিন অভিনব কায়দায় কুমড়া শাকের আড়ালে গাঁজা পাচারকালে ডিএনসি- কুমিল্লার হাতে ১৩ কেজি গাঁজাসহ আটক ০২ নারী মঠবাড়ীয়া সাফলেজা কচুবাড়ীয়া বসত ঘর ভাঙচুর লুটপাট ও যখম এর অভিযোগ আঃ খালেক হাওলাদার গংদের বিরুদ্ধে দুর্নীতির আখড়া বরগুনার পাসপোর্ট অফিস, দালাল ছাড়া মিলছে না পাসপোর্ট কাশেমপুর থানায় অভিযোগ করতে গিয়ে বিট্টিমরাই স্কুল ছাত্র মোঃ রাব্বি নিজ খালাকে আটকিয়ে ? ওসি সাইফুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময় তাদের আসামি করে গ্রেফতার দেখান আনন্দবাজারকে ডা. শফিকুর রহমান কোনও রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেবো: ড. ইউনূস দেশবাসীকে ফের কাঁদালেন শহিদ নাফিজের মা নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী

আজমিরীগঞ্জ পাহাড়পুরে ক্ষমতার দাপটে টমটমের অবৈধ স্ট্যান্ড স্থাপন, সাধারণ যাত্রীরা লাঞ্ছিতার শিকার

মোঃ আংগুর মিয়া আজমিরীগঞ্জ হবিগঞ্জ
  • আপডেট টাইম : ০৪:৪৪:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
  • / ৪৩ ৫০০০.০ বার পাঠক

আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার পাহাড়পুর টু মার্কুলী যাওয়ার রাস্তার মধ্যেবর্তী স্থান নিকলী বেড়িবাঁধ সংলগ্ন জায়গায় অবৈধ টমটম স্ট্যান্ড স্থাপন করে পাহাড় পুর টু মার্কুলী যাওয়ার যাএীদের সাথে প্রতিনিয়ত দু্র্ব্যবহার করছেন করছে বড়হাটি করচা গ্রামের হেমেন্দ্র বৈষ্ণব, পিতা গৌরাঙ্গ বৈষ্ণব ।সে নিজেকে আওয়ামীলীগ নেতা বলে দাপট ও গায়ের জোর দেখায় ও তার জেটু (চাচা) মাধাই বৈষ্ণব দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বলে কেউ কিছু করতে পারবে না এবংতার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে, এই রাস্তায় চলাচলকারী যাএীদের হয়রানি করেন অকথ্য ভাষায় গালিগালাজ করেন ।ভোক্তভোগী এক যাত্রী জানায়, পাহাড়পুর থেকে রিজার্ভ টমটম যোগে পরিবারের সদস্যদের নিয়ে মার্কুলী রওনাদেন।কিন্তু ঐ স্থানে পৌঁছা মাত্র হেমেন্দ্র বৈষ্ণব যাএীদের নামিয়ে দেন ও বলেন কোন রিজার্ভ গাড়ী এখান দিয়ে চলাচল করতে পারবে না। আমাদের স্ট্যান্ডের গাড়িতে যেতে হবে।অন্যতায় যেতে দেওয়া হবে না।ভোক্তভোগী যাত্রীরা অনেক অনুরোধ করার পড়েও কোন কাজ হয় নি বরং সে তাদের গালিগালাজ করে।পরে সম্মান বাঁচাতে বাধ্য হয়ে তারা এখান থেকে অন্য গাড়ি যোগে মার্কুলী চলে যায়। সরজমিন এ গিয়ে দেখা যায় ঘটনা সত্য এবং তার সাথে কথা বললে সাংবাদিক কে বলেন এখানে কোন ছবি উঠানো যাবে না।আমার নির্দেশে চলে সবকিছু।এক পর্যায়ে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। যাএীদের কথা হল পাহাড়পুর টু মার্কুলী মাএ ৬-৭ কিলো জায়গা, এখানে তিনটি ষ্ট্যাড এর প্রয়োজন নেই। পাহাড়পুর বাজারে ১টি ও মার্কুলী বাজারে ১টি ষ্ট্যান্ড থাকার পর ও কেন মধ্যে স্থানে ষ্ট্যান্ড নির্মাণ করে যাএীদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত। ভোক্তভোগীরা অনেকেই জানান,মধ্যে স্থানে স্ট্যান্ড প্রয়োজন নেই এবং আওয়ামীলীগ নেতা হেমেন্দ্র বৈষ্ণব যাএীদের হয়রানি করেন তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হউক। ক্ষমতা অপব্যবহারকারী,নেতা হেমেন্দ্র বৈষ্ণব বলেন, আমাদের এখানে কোন মুসলিম নেই,আমাদের যা ইচ্ছে তাই করবো বাধা দেওয়ার কে। এই বিষয় নি ভুক্ত ভুগি যাত্রী জানায় তাকে অনুরুধ করে ও কোন ছাড় পাওয়া যায় নি।

এইবিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ডালিম আহমেদ জানান,এই বিষয়ে কোন অভিযোগ করেনি,তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আজমিরীগঞ্জ পাহাড়পুরে ক্ষমতার দাপটে টমটমের অবৈধ স্ট্যান্ড স্থাপন, সাধারণ যাত্রীরা লাঞ্ছিতার শিকার

আপডেট টাইম : ০৪:৪৪:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার পাহাড়পুর টু মার্কুলী যাওয়ার রাস্তার মধ্যেবর্তী স্থান নিকলী বেড়িবাঁধ সংলগ্ন জায়গায় অবৈধ টমটম স্ট্যান্ড স্থাপন করে পাহাড় পুর টু মার্কুলী যাওয়ার যাএীদের সাথে প্রতিনিয়ত দু্র্ব্যবহার করছেন করছে বড়হাটি করচা গ্রামের হেমেন্দ্র বৈষ্ণব, পিতা গৌরাঙ্গ বৈষ্ণব ।সে নিজেকে আওয়ামীলীগ নেতা বলে দাপট ও গায়ের জোর দেখায় ও তার জেটু (চাচা) মাধাই বৈষ্ণব দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বলে কেউ কিছু করতে পারবে না এবংতার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে, এই রাস্তায় চলাচলকারী যাএীদের হয়রানি করেন অকথ্য ভাষায় গালিগালাজ করেন ।ভোক্তভোগী এক যাত্রী জানায়, পাহাড়পুর থেকে রিজার্ভ টমটম যোগে পরিবারের সদস্যদের নিয়ে মার্কুলী রওনাদেন।কিন্তু ঐ স্থানে পৌঁছা মাত্র হেমেন্দ্র বৈষ্ণব যাএীদের নামিয়ে দেন ও বলেন কোন রিজার্ভ গাড়ী এখান দিয়ে চলাচল করতে পারবে না। আমাদের স্ট্যান্ডের গাড়িতে যেতে হবে।অন্যতায় যেতে দেওয়া হবে না।ভোক্তভোগী যাত্রীরা অনেক অনুরোধ করার পড়েও কোন কাজ হয় নি বরং সে তাদের গালিগালাজ করে।পরে সম্মান বাঁচাতে বাধ্য হয়ে তারা এখান থেকে অন্য গাড়ি যোগে মার্কুলী চলে যায়। সরজমিন এ গিয়ে দেখা যায় ঘটনা সত্য এবং তার সাথে কথা বললে সাংবাদিক কে বলেন এখানে কোন ছবি উঠানো যাবে না।আমার নির্দেশে চলে সবকিছু।এক পর্যায়ে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। যাএীদের কথা হল পাহাড়পুর টু মার্কুলী মাএ ৬-৭ কিলো জায়গা, এখানে তিনটি ষ্ট্যাড এর প্রয়োজন নেই। পাহাড়পুর বাজারে ১টি ও মার্কুলী বাজারে ১টি ষ্ট্যান্ড থাকার পর ও কেন মধ্যে স্থানে ষ্ট্যান্ড নির্মাণ করে যাএীদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত। ভোক্তভোগীরা অনেকেই জানান,মধ্যে স্থানে স্ট্যান্ড প্রয়োজন নেই এবং আওয়ামীলীগ নেতা হেমেন্দ্র বৈষ্ণব যাএীদের হয়রানি করেন তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হউক। ক্ষমতা অপব্যবহারকারী,নেতা হেমেন্দ্র বৈষ্ণব বলেন, আমাদের এখানে কোন মুসলিম নেই,আমাদের যা ইচ্ছে তাই করবো বাধা দেওয়ার কে। এই বিষয় নি ভুক্ত ভুগি যাত্রী জানায় তাকে অনুরুধ করে ও কোন ছাড় পাওয়া যায় নি।

এইবিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ডালিম আহমেদ জানান,এই বিষয়ে কোন অভিযোগ করেনি,তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।