ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ টঙ্গী থানা মহিলা যুবলীগ সভাপতি নাসরিন এর দাপটে হচ্ছে হত্যা আর অন্যের জমি জবর দখল! নাসরিনকে গ্রেফতারের দাবি ভুক্তভোগীদের ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব ভ্যাট ও শুল্ক কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক, শ্রমিকের মানববন্ধন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় বিএনপির মহাসচিব বরাবর লিখিত অভিযোগ!

আজমিরীগঞ্জ পাহাড়পুরে ক্ষমতার দাপটে টমটমের অবৈধ স্ট্যান্ড স্থাপন, সাধারণ যাত্রীরা লাঞ্ছিতার শিকার

মোঃ আংগুর মিয়া আজমিরীগঞ্জ হবিগঞ্জ
  • আপডেট টাইম : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ৫৭ ৫০০০.০ বার পাঠক

আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার পাহাড়পুর টু মার্কুলী যাওয়ার রাস্তার মধ্যেবর্তী স্থান নিকলী বেড়িবাঁধ সংলগ্ন জায়গায় অবৈধ টমটম স্ট্যান্ড স্থাপন করে পাহাড় পুর টু মার্কুলী যাওয়ার যাএীদের সাথে প্রতিনিয়ত দু্র্ব্যবহার করছেন করছে বড়হাটি করচা গ্রামের হেমেন্দ্র বৈষ্ণব, পিতা গৌরাঙ্গ বৈষ্ণব ।সে নিজেকে আওয়ামীলীগ নেতা বলে দাপট ও গায়ের জোর দেখায় ও তার জেটু (চাচা) মাধাই বৈষ্ণব দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বলে কেউ কিছু করতে পারবে না এবংতার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে, এই রাস্তায় চলাচলকারী যাএীদের হয়রানি করেন অকথ্য ভাষায় গালিগালাজ করেন ।ভোক্তভোগী এক যাত্রী জানায়, পাহাড়পুর থেকে রিজার্ভ টমটম যোগে পরিবারের সদস্যদের নিয়ে মার্কুলী রওনাদেন।কিন্তু ঐ স্থানে পৌঁছা মাত্র হেমেন্দ্র বৈষ্ণব যাএীদের নামিয়ে দেন ও বলেন কোন রিজার্ভ গাড়ী এখান দিয়ে চলাচল করতে পারবে না। আমাদের স্ট্যান্ডের গাড়িতে যেতে হবে।অন্যতায় যেতে দেওয়া হবে না।ভোক্তভোগী যাত্রীরা অনেক অনুরোধ করার পড়েও কোন কাজ হয় নি বরং সে তাদের গালিগালাজ করে।পরে সম্মান বাঁচাতে বাধ্য হয়ে তারা এখান থেকে অন্য গাড়ি যোগে মার্কুলী চলে যায়। সরজমিন এ গিয়ে দেখা যায় ঘটনা সত্য এবং তার সাথে কথা বললে সাংবাদিক কে বলেন এখানে কোন ছবি উঠানো যাবে না।আমার নির্দেশে চলে সবকিছু।এক পর্যায়ে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। যাএীদের কথা হল পাহাড়পুর টু মার্কুলী মাএ ৬-৭ কিলো জায়গা, এখানে তিনটি ষ্ট্যাড এর প্রয়োজন নেই। পাহাড়পুর বাজারে ১টি ও মার্কুলী বাজারে ১টি ষ্ট্যান্ড থাকার পর ও কেন মধ্যে স্থানে ষ্ট্যান্ড নির্মাণ করে যাএীদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত। ভোক্তভোগীরা অনেকেই জানান,মধ্যে স্থানে স্ট্যান্ড প্রয়োজন নেই এবং আওয়ামীলীগ নেতা হেমেন্দ্র বৈষ্ণব যাএীদের হয়রানি করেন তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হউক। ক্ষমতা অপব্যবহারকারী,নেতা হেমেন্দ্র বৈষ্ণব বলেন, আমাদের এখানে কোন মুসলিম নেই,আমাদের যা ইচ্ছে তাই করবো বাধা দেওয়ার কে। এই বিষয় নি ভুক্ত ভুগি যাত্রী জানায় তাকে অনুরুধ করে ও কোন ছাড় পাওয়া যায় নি।

এইবিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ডালিম আহমেদ জানান,এই বিষয়ে কোন অভিযোগ করেনি,তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আজমিরীগঞ্জ পাহাড়পুরে ক্ষমতার দাপটে টমটমের অবৈধ স্ট্যান্ড স্থাপন, সাধারণ যাত্রীরা লাঞ্ছিতার শিকার

আপডেট টাইম : ০৪:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার পাহাড়পুর টু মার্কুলী যাওয়ার রাস্তার মধ্যেবর্তী স্থান নিকলী বেড়িবাঁধ সংলগ্ন জায়গায় অবৈধ টমটম স্ট্যান্ড স্থাপন করে পাহাড় পুর টু মার্কুলী যাওয়ার যাএীদের সাথে প্রতিনিয়ত দু্র্ব্যবহার করছেন করছে বড়হাটি করচা গ্রামের হেমেন্দ্র বৈষ্ণব, পিতা গৌরাঙ্গ বৈষ্ণব ।সে নিজেকে আওয়ামীলীগ নেতা বলে দাপট ও গায়ের জোর দেখায় ও তার জেটু (চাচা) মাধাই বৈষ্ণব দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বলে কেউ কিছু করতে পারবে না এবংতার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে, এই রাস্তায় চলাচলকারী যাএীদের হয়রানি করেন অকথ্য ভাষায় গালিগালাজ করেন ।ভোক্তভোগী এক যাত্রী জানায়, পাহাড়পুর থেকে রিজার্ভ টমটম যোগে পরিবারের সদস্যদের নিয়ে মার্কুলী রওনাদেন।কিন্তু ঐ স্থানে পৌঁছা মাত্র হেমেন্দ্র বৈষ্ণব যাএীদের নামিয়ে দেন ও বলেন কোন রিজার্ভ গাড়ী এখান দিয়ে চলাচল করতে পারবে না। আমাদের স্ট্যান্ডের গাড়িতে যেতে হবে।অন্যতায় যেতে দেওয়া হবে না।ভোক্তভোগী যাত্রীরা অনেক অনুরোধ করার পড়েও কোন কাজ হয় নি বরং সে তাদের গালিগালাজ করে।পরে সম্মান বাঁচাতে বাধ্য হয়ে তারা এখান থেকে অন্য গাড়ি যোগে মার্কুলী চলে যায়। সরজমিন এ গিয়ে দেখা যায় ঘটনা সত্য এবং তার সাথে কথা বললে সাংবাদিক কে বলেন এখানে কোন ছবি উঠানো যাবে না।আমার নির্দেশে চলে সবকিছু।এক পর্যায়ে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। যাএীদের কথা হল পাহাড়পুর টু মার্কুলী মাএ ৬-৭ কিলো জায়গা, এখানে তিনটি ষ্ট্যাড এর প্রয়োজন নেই। পাহাড়পুর বাজারে ১টি ও মার্কুলী বাজারে ১টি ষ্ট্যান্ড থাকার পর ও কেন মধ্যে স্থানে ষ্ট্যান্ড নির্মাণ করে যাএীদের হয়রানি করা হচ্ছে প্রতিনিয়ত। ভোক্তভোগীরা অনেকেই জানান,মধ্যে স্থানে স্ট্যান্ড প্রয়োজন নেই এবং আওয়ামীলীগ নেতা হেমেন্দ্র বৈষ্ণব যাএীদের হয়রানি করেন তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হউক। ক্ষমতা অপব্যবহারকারী,নেতা হেমেন্দ্র বৈষ্ণব বলেন, আমাদের এখানে কোন মুসলিম নেই,আমাদের যা ইচ্ছে তাই করবো বাধা দেওয়ার কে। এই বিষয় নি ভুক্ত ভুগি যাত্রী জানায় তাকে অনুরুধ করে ও কোন ছাড় পাওয়া যায় নি।

এইবিষয় নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ ডালিম আহমেদ জানান,এই বিষয়ে কোন অভিযোগ করেনি,তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।