আজমিরীগঞ্জে এক সন্তানের জনকের পানি থেকে লাশ উদ্ধার
- আপডেট টাইম : ০৫:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ৫০ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ১ং ওয়ার্ডের ইছবপুর গ্রামের (জালহাটি) মুতি মিয়ার ছেলে অনিক মিয়া (২২) কে সন্ধা গতকাল সোমবার সন্ধ্যা ৭ঘটিকার সময় পানি থেকে লাশ উদ্ধার করে। অনিকের একটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় অনিক মাদক সেবি ছিল । ২৬শে আগষ্ট রোজ সোমবার সকালে
একই পাড়ার লতিব মিয়া বাড়িতে নৌকা দিয়ে মাটি কাজে যায়। মাটি কাজ থেকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সন্ধ্যা প্রায় ৭ঘটিকার সময় খোঁজা খোঁজি শুরু করে। এবং কাজে সঙ্গে থাকা লোকজনের কাছ থেকে জানতে পায় কাজের বিরতির প্রায় ১২ঘটিকার সময় সবাই চা খাওয়ার জন্য আসে এবং সেই সময় অনিক নৌকায় উঠে হাত পা ধুতে দেখে তাকে ডাকলে চা খাবে না তারপর অন্য তিন জন চা খেতে চলে যায়। এবং সারাদিন বাড়ি ফিরে নি। এরি অপেক্ষাপটে স্থানীয় কিছুলোক পানিতে নেমে লাশ উদ্ধার করে। সঙ্গে থাকা অনিকের চাচা শশুর হেকমত ও কাদির মিয়ার সঙ্গে আলোচনা করলে তাহারা জানান সকাল থেকে আমাদের সঙ্গে ছিল কাজের বিরতির সময় প্রায় ১২ ঘটিকার সময় সবাই নৌকায় উঠে হাত পা ধুয়ে চা খেতে আসি কিন্তু অনিক আসেনি বিরতি শেষে কাজে যাওয়ার সময় খোঁজা খোঁজি করে তাহার ঘরে ডাকাডাকি করে কাজে চলে যাই। সারাদিন বাড়িতে না আাসায় সন্ধার পর খোঁজা খোঁজি শুরু হলে পানি থেকে লাশ উদ্ধার হয়। অনিকের স্ত্রী সুমাইয়ার সঙ্গে আলোচনা করলে তিনি জানান সকালে কাজে যাওয়ার পর সারাদিন ফিরে আসেনি সন্ধ্যা পর খোঁজ খোঁজির পর পানিতে লাশ পাওয়া যায়। এই নিয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমেদ এর সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান ঘটনা সম্পর্কে অবগত রয়েছি আমাদের লোকজন ঘটনা স্থলে গিয়েছে সারাদিন চার জনে দিন মাটি কাজ করছে তিন জন চা খেতে আসে অনিককে বললে সে আসেনি তারা খোঁজা খোঁজি করে কাজে চলে যায় , অনিক মাদক সেবি ছিল আবার সন্ধার খোঁজা খোঁজি করে লাশ পানিতে পায় লাশ পোস্টমর্টেম করানো হবে। রিপোর্ট লিখা পর্যন্ত লাশ বাড়িতে ছিল।